কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া
সোসাইটি জাপান'র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩
কমিউনিটি রিপোর্ট ।। মে ১৭,
২০২৩ ।।
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান'র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৪মে রোববার টোকিওর ইতাবাশি সিটি ফুনাদো হল -এ দ্বি-বার্ষিক সম্মেলন অত্যন্ত
আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দল মত, আঞ্চলিকতা নির্বিশেষে
সর্বস্তরের প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় দ্বি-বার্ষিক সম্মেলনটি ।
সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান'র উপদেষ্টা মীর মোশারফ হোসেন নব
নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি এবং সাধারন সম্পাদকের নাম ঘোষণা করেন ।
সভাপতি হিসেবে তিনি রাজিব মাহমুদ ইউনুছ এবং সাধারন সম্পাদক হিসেবে সোহেল খান এর
নাম ঘোষণা করেন ।
এরপর বিভিন্ন সংগঠন সমূহের নেতৃবৃন্দ নতুন কমিটিকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে
বক্তব্য রাখেন ।
অনুষ্ঠান পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল খান ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান শেষে ২৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ এর বাকী
সদস্যদের নাম ঘোষণা করেন সোহেল খান। এছাড়াও ১১ জন উপদেষ্টা মন্ডলীর নামও ঘোষণা
করা হয় একই সভায় । । প্রতিষ্ঠাতা সভাপতি লিপিকা চৌধুরী জুঁই নাম উপদেষ্টা
মন্ডলীতে স্থান পায়।
অত্যন্ত তারুন্য নির্ভর এই কমিটিকে ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয় । সভাপতি
রাজিব মাহমুদ ইউনুস নিজেও নতুন প্রজন্মের একজন ।
সব শেষে ফুলের তোড়া দিয়ে নতুন কমিটিকে বরণ এবং আপ্যায়নের মধ্য দিয়ে দ্বি -
বার্ষিক সম্মেলন শেষ হয় ।
উল্লেখ্য ২০১৯ সালের ৩০ জুন রোববার টোকিওর কিতা সিটি তাকিনওগাওয়া বুনকা সেন্টার
এ এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া
সোসাইটি জাপান'র আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় । এই কমিটি ২য় বারের মতো ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |