কুমিল্লা সোসাইটি ইন জাপানের আংশিক কমিটি ঘোষণা
কমিউনিটি রিপোর্ট ।। মে ১০,
২০২৩ ।।
জাপান প্রবাসীদের আঞ্চলিক সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি ইন জাপানের নবগঠিত
আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
৭ মে ২০২৩ রোববার রাজধানী টোকিওর কিতা সিটি আকাবান বুনকা সেন্টার বিভিও হলে এক
জরুরী সাধারন সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কুমিল্লা বাসীদের নিয়ে গঠিত, কুমিল্লা সোসাইটি, জাপান’র উপদেষ্টা নাজমুল ইসলাম
ভুঁইয়া নব কমিটিতে সভাপতি হিসেবে সভাপতি নির্বাচিত হয় লুৎফর রহমান শিপার,
সাধারণ সম্পাদক মো এনামুল হক ভুঁইয়া’র নাম ঘোষণা করেন এবং একই সভায় পরবর্তী
সাধারন সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আশ্বাস দেয়া হয় ।
কমিটি ঘোষণার পর সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লাবাসীর
জন্য কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। কুমিল্লা জেলা থেকে আগত জাপান
প্রবাসীদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন নবনির্বাচিত সভাপতি ও
সম্পাদক।
উল্লেখ্য ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কেবলমাত্র কুমিল্লা জেলাবাসীদের নিয়ে গঠিত
কুমিল্লা সোসাইটি ইন জাপান আত্মপ্রকাশ করে । প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সিরাজ
হক এবং ৫৭ সদস্য বিশিষ্ট সেই কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক ছিলেন লুৎফর
রহমান শিপার ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |