টোকিওতে মুক্তিযুদ্ধ ভিত্তিক
গ্রন্থের মোড়ক উন্মোচন
কমিউনিটি নিউজ ।। মে ৯, ২০২৩ ।।
‘আমার দেখা মুক্তিযুদ্ধ ও কিছু অসম্পূর্ণ কাজ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় ।
৭ মে ২০২৩ রোববার টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার বিভিও হলে এক
অনাড়ম্বর আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মুক্তিযুদ্ধে অংশ নেয়া একজন যোদ্ধার আত্মউপলব্ধি মূলক "আমার দেখা মুক্তিযুদ্ধ ও
কিছু অসম্পূর্ণ কাজ" গ্রন্থের লেখক অজিত কুমার বড়ুয়া দীর্ঘদিন জাপান প্রবাসী ।
এছাড়াও লেখক বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ।
বাংলাদেশি কমিউনিটির অর্ধ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে অত্যন্ত সুন্দর আয়োজনে এই
অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে ।
মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত আমার দেখা মুক্তিযুদ্ধ ও কিছু অসম্পূর্ণ কাজ
লেখকের প্রথম গ্রন্থ ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীর বিকাশ সরকার ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |