বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু'র জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০২৩
পালিত
রাহমান মনি ।। মার্চ ১৯, ২০২৩ ।।
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ মার্চ শুক্রবার টোকিওস্থ
বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ ।
দুইটি পর্বে পালিত হয় দূতাবাস কতৃর্ক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ এর অনুষ্ঠানের ।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
প্রথমে দুতাবাসের সহকর্মীদের নিয়ে দূতাবাস মিলনায়তনের ‘বঙ্গবন্ধু
অডিটোরিয়ামে’ রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ ।
এরপর আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সকলকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
পুস্পস্তবক অর্পণ করা হয় ।
অনুষ্ঠানের পরবর্তী অংশে দূতাবাস প্রাঙ্গনে প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং
স্থানীয় জাপানি নেতৃবৃন্দের অংশগ্রহনে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা
উত্তোলন করেন ।
এরপর জাতির পিতা ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত
এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া
করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন প্রথম সচিব (লেবার) মোঃ জয়নাল আবেদিন ।
এরপর দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,
পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমুহ পাঠ করে শোনানো
হয় । বাণীগুলি পাঠ করেন যথাক্রমে ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ,
মিনিস্টার এবং ডেপুটি চিফ অফ মিশন শাহ আসিফ রহমান , মিনিস্টার (কমার্স ) ডঃ
আরিফুল হক, মিনিস্টার (পলিটিক্যাল ), দুতালয় প্রধান শেখ ফরিদ।
এরপর রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন ।
শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের
।
রাষ্ট্রদূত নিজ নিজ সন্তানদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনীর উপর
অন্তত একটি হলে বই পড়ানোর জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান ।
রাষ্ট্রদূত এর শুভেচ্ছা বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান-এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এর তাৎপর্যে উন্মুক্ত আলোচনায় জাপানি
এবং প্রবাসী নেতৃবৃন্দরা অংশ নিয়ে বক্তব্য রাখেন ।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এঁর জীবন এবং কর্মের উপর
বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ।
জন্মদিনের কেক কাটার পর আপ্যায়নের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের
সমাপ্তি ঘটে ।
জাপানে সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি
আজ বিকেলে আয়োজনের ঘোষণা করেন রাষ্ট্রদূত ।
অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাস কাউন্সেলর মোহাম্মদ বশির।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |