|
ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান আয়োজিত ‘তাফসিরুল কোরআন ২০২৩
কমিউনিটি রিপোর্ট ।।
মার্চ ৩, ২০২৩ ।।
জাপানের মতো দেশে ইসলামিক নিয়মনীতি মেনে জীবন ধারণ, কঠিন ঈমানি পরীক্ষার এক
অধ্যায় । নিজেরাই যেখানে মেনে চলা দায় সেখানে সন্তানদের ইসলামিক শিক্ষায়
শিক্ষিত করে বড় করা দূরহ ব্যাপার।
তারপরও সদিচ্ছা থাকলে যে অসম্ভবও সম্ভব করা যায় তার ভুরি ভুরি প্রমান রয়েছে
। আর এই জাপানে তাতে সহযোগিতার হাত বাড়িয়েছে “ইসলামিক মিশন জাপান” পরিচালিত
‘ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান’।
সংগঠনটি জাপানে ইসলাম প্রসারে বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে
।
মাঝে মাঝে নিজেরা , আবার কখনো বা ইসলামিক স্কলার (মেহমান) আমন্ত্রন করে ।
তারই ধারাবাহিকতায় ইসলামিক মিশন জাপান এর আমন্ত্রনে বাংলাদেশ থেকে এসেছেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আল্লামা মুহাম্মদ গিয়াস
উদ্দীন তালুকদার , চেয়ারম্যান, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামী ব্যাংক
অফ বাংলাদেশ
প্রফেসর ড. আল্লামা মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার সপ্তাহব্যাপী জাপান সফরে
তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিয়ে ব্যস্ততম সময় কাটান ।
এর মধ্যে ২৫ ফেব্রুয়ারি শনিবার মিয়ে কেন এর কুওয়ানা পাবলিক সেন্টার , ২৬
ফেব্রুয়ারি রোববার দুপুরে টোকিওর কিতা সিটি আকাবানে বিভিও হল , ২৬
ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় সাইতামা কেন এর কোশিগায়া সিটি বায়তুল আমান
মসজিদ কমপ্লেক্স , ২৭ ফেব্রুয়ারি সম্বার সন্ধায় টোকিওর অতা সিটি কামাতা
মসজিদ এর আয়োজনগুলো ছিল অন্যতম । প্রতিটি মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে
‘বিজ্ঞানময় কোরআন’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ।
এছাড়াও ‘লাইফ স্টাইল ইন জাপান ,শরয়ী সমাধান শীর্ষক’ ওয়েবিনার সেমিনার-এ
জাপানের মুসলিম মহিলাদের জন্য সরাসরি প্রশ্নোত্তরমূলক অনলাইনে ZOOM &
Facebook Live-এ অংশ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন
।
২৬ ফেব্রুয়ারির দুপুরে টোকিওর কিতা সিটি আকাবানে বিভিও হল-এ আয়োজনটি ছিল
গতানুগতিক আয়োজন থেকে কিছুটা ভিন্ন , গুছালো এবং শিক্ষা মূলক।
ইসলামিক মিশন অব জাপান’র সভাপতি ডঃ আজিজ আহমেদ এর সভাপতিত্বে তাফসিরুল
কোরআন মাহফিলে বিজ্ঞানময় কোরআন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়াও আল্লাহ,
আল্লাহর একাত্মবাদ , ইসলাম , হারাম-হালাল , দোজখ বেহেশত সম্পর্কে জাপানী
ভাষায় শিশু কিশোরদেরকে নিয়ে শিক্ষামূলক আলোচনা করেন সুগিমোতো সেনসেই । ৩
থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে খেলার ছলে চিত্রকর্মে ব্যস্ত রাখা হয়।
আর এই সুচিন্তিত এবং গঠনমূলক আয়োজনের কারনে প্রবাসীদের গতানুগতিক আয়োজনগুলো
( শিশু কিশোরদের দৌড়াদৌড়ি , হৈ হল্লা মুক্ত ) থেকে অনেক বেশী সুশৃঙ্খল এবং
উপভোগ্য ছিল ।।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|