বৃহত্তর ফরিদপুর এ্যাসোসিয়েশন জাপান’র ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত
কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ১, ২০২৩ ।।
বৃহত্তর ফরিদপুর এ্যাসোসিয়েশন জাপান’র সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে ।
টোকিওর কিতা সিটি উকিমা ফুনাদো ফুরেয়াইকান-এ দিনব্যাপী সাধারণ সভা ও
ত্রি-বার্ষিক সম্মেলন অত্যন্ত আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে সাধারণ সভায় সভাপতিত্ব করেন ‘বৃহত্তর ফরিদপুর এ্যাসোসিয়েশন
জাপান’র সভাপতি আব্দুর রাজ্জাক । তিনি তার নেতৃত্বে ২০১৮ জানুয়ারিতে গঠিত
৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ।
সাধারন সভায় বিগত দিনে বিভিন্ন আয়োজনের চুলচেরা বিশ্লেষণ সহ আগামীতে সংগঠন
পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক প্রস্তাব পেশ করেন সর্ব স্তরের সদস্যরা।
এরপর বাদল চাকলাদারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি
গঠন করা হয় । কমিটির অনান্য সদস্যরা হলেন শেখ মঞ্জুর মোরশেদ এবং মোঃ
মাসুদুর রহমান মাসুদ ।, ।
সাধারণ সভা শেষে সম্মেলনের মাধ্যমে উপস্থিত সবার সম্মতিক্রমে মোহাম্মদ
আব্দুর রাজ্জাককে সভাপতি এবং মো. মাসুদ পারভেজ ফিরোজ মোল্লাকে সাধারণ
সম্পাদক পুনঃনির্বাচিত এবং চৌধুরী সাইফুর রহমান লিটনকে সাংগঠনিক সম্পাদক পদে
নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করা হয় ।
সংগঠনের উপদেষ্টা সালেহ মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন-এ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ( শ্রম )
মোঃ জয়নাল আবেদিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বশির ,
কাউন্সেলর ( রাজনৈতিক ) ।
ত্রি-বার্ষিক সম্মেলনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন ।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বাদল চাকলাদার নতুন কমিটি ঘোষণা করেন ।
নির্বাচিতদের উপর তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব ন্যস্ত
করা হয় ।
বৃহত্তর ফরিদপুর এ্যাসোসিয়েশন জাপান প্রথম একটি আঞ্চলিক সংগঠন যার কার্যকরী
পরিষদ গঠিত হয়েছিল সম্পূর্ণ স্বচ্ছতায় ২০১০ সালের ১১ এপ্রিল । প্রতিষ্ঠাতা
সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মোতাহার হোসেন এবং শেখ
মাকসুদ, সকলের ঐকমত্যের ভিত্তিতে এবং আন্তর্জালে পূর্ব ঘোষণা দিয়ে,
গণতান্ত্রিকভাবে । সর্বশেষ ২০১৮ সালের ২২ জানুয়ারি একইভাবে গণতান্ত্রিক
পদ্ধতিতে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী পর্ষদ গঠিত হয় ।
অনুষ্ঠান পরিচালনা করেন শাওন আরাফাত ।
বৃহত্তর ফরিদপুরবাসী এ জন্য প্রশংসার দাবি রাখে।।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
|