[প্রথমপাতা] |
ছড়াকার বদরুল বোরহানের "বিশুদার কান্ড"র
প্রকাশনা উৎসব
কমিউনিটি
রিপোর্ট ।। জুন ৮, ২০১০ ।।
জাপান প্রবাসী বাংলাদেশ লেখক সাংবাদিক ফোরাম জাপানের সাবেক সভাপতি বিশিষ্ট
ছড়াকার বদরুল বোরহানের কিশোর গল্প সমগ্র "বিশুদার কান্ড"র প্রকাশনা উৎসবের
আয়োজন করেছিল লেখক সাংবাদিক ফোরাম জাপান। গত ৬ই জুন রোবিবার টোকিওর আকাবানে
বুনকা সেন্টার বিভিও হলে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
প্রধান অতিথি ছিলেন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্স কাউন্সিলর আবুল
মনসুর মোহাম্মাদ ফয়েজুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা জাপান
ফরেন করেসপন্ডেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল হক। সাবেক সভাপতি
বাকের মাহমুদের উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সজল
বড়ুয়া
আলোচনায় অংশ নেন রফিক ফারাজী, শওকত হোসেন, মঞ্জুরুল হল, মাকসুদুল আলম, তাপস
বড়ুয়া, দুতাবাস কাউন্সিলর মাসুদুর রহমান, প্রবীর বিকাশ সরকার, হোসাইন মুনির,
আবুল মনসুর মোঃ ফয়েজুল্লাহ, সলিমুল্লাহ কাজল রাকি, দূতালয় প্রধান নাজমুল
হুদা, আনিসুর রহমান, কাজী ইনসানুল হক, রহমান মনি প্রমুখ।
একজন প্রতিষ্ঠিত ছড়াকার তার প্রথম তার প্রথম গল্প প্রকাশনায় যে মুন্সীয়ানার
পরিচয় দিয়েছেন আলোচকগন তার ভুয়শী প্রশংসা করেন।
বদরুল বোরহানের ইতিমধ্যেই পাঁচটি ছড়ার বই প্রকাশিত হয়েছে। যা পাঠক মহলে
যথেষ্ট সমাদৃত হয়েছে। জাপানের বিভিন্ন আয়োজনে শিশু-কিশোরদের অনুষ্ঠানে তা
আবৃত্তিও করা হয়।
প্রকাশনা উৎসবে বক্তাগন লেখকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ এবং তার দীর্ঘ লেখক
জীবন কামনা করেন।
[প্রথমপাতা] |
|