|
বহু দেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজনে এক টুকরো বাংলাদেশ
কমিউনিটি নিউজ ।। নভেম্বর ২৬, ২০২২ ।।
গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান –এর আয়োজনে টোকিওতে নভেম্বরের ২৩ তারিখ ষষ্ঠ
বারের মতো অনুষ্ঠিত হয়েছে বহুদেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব ২০২২ ।
গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান –এর আয়োজনে এবারের আয়োজনটির নাম দেয়া হয়েছিল
“মাল্টি কালচারাল ওয়ান ফ্যামিলি ফেস্টিভ্যাল ২০২২”। টাইটেল দেওয়া হয়েছিল
‘রি-কানেক্ট’ বা পুনঃ সংযোগ। করোনা কালীন সময়ে ২০২০ এবং ২০২১ দুই বছর
ফেস্টিভ্যাল আয়োজন করতে না পারার পর ২০২২-এ আবার আবার আয়োজন করায় এর টাইটেল
দেয়া হয় রি-কানেক্ট ।
ফেস্টিভ্যাল এ অংশ নিয়ে বরাবরের মতো এবারও প্রবাসী বাংলাদেশী শিশু শিল্পীরা
বাংলাদেশের মান উজ্জ্বল সহ ভূয়সী প্রশংসা কুড়াতে সক্ষম হয়। পুরো আয়োজন জুড়ে
বাংলাদেশীদের প্রাধান্য থাকায় আয়োজনটি এক টুকরো বাংলাদেশ হিসেবেই পরিচিতি
পায় ।
টোকিওর সুমিদা সিটি’র ‘সানরাইজ হল’-এ আয়োজিত ফেস্টিভ্যাল শুভ সূচনা করেন
ফেস্টিভ্যাল পরিচালক কাযুহিরো হানদা । অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
প্রডিউসর , স্ক্রিপ্ট রাইটার , অভিনেত্রী কেইকো কোবায়াশি । এছারাও শুভেচ্ছা
বক্তব্য রাখেন গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান –এর সভাপতি আয়া গোতো ।
ফেস্টিভ্যাল এ আমন্ত্রিত হয়ে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি অংশ গ্রহন করেন।
এছাড়াও জাপানে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকগণ অংশ নিয়ে থাকেন।
এবারের আয়োজনেও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খাদ্য সংস্কৃতিকে
তুলে ধরা হয় । এছাড়াও ফিলিপিন্স, থাইল্যান্ড, কোরিয়া, মিয়ানমার, বলিভিয়া ,
ব্রাজিল, চীন , তাইওয়ান , ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং স্থানীয় জাপানী খাদ্য
সংস্কৃতি স্থান পেলেও বাংলাদেশ ছিল থিম কান্ট্রি ।
বাংলাদেশের খাদ্য সংস্কৃতি তুলে ধরে বক্তব্য রাখেন আয়োজনের ভাইস চেয়ার
রাহমান মনি।
ডঃ তপন কুমার পাল এর পরিচালনায় “শিশু শিল্পী একাডেমী”র ভাগ্যশ্রী পাল তিথি,
তুষ্টি বণিক, মৃন্ময়ী পাল, শ্রীদিকতা বাড়ৈ, শ্রেয়া পাল, কাকলী আহমেদ,
সানজিদা আহমেদ বরাবরের মতোই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। এছাড়াও
প্রথমবারের মতো অংশ নিয়ে অনুষ্ঠান আলোকিত করেন আফিয়া আঞ্জুম বন্যা এবং আনিকা
আঞ্জুম অনন্যা । বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ভাগ্যশ্রী
পাল তিথি ।
সবশেষে বহুদেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব ২০১৯ এর ভাইস চেয়ার
সাপ্তাহিক জাপান প্রতিনিধি রাহমান মনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন , এখানে
আমরা বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার , বিভিন্ন বর্ণের এমন কি বিভিন্ন ধর্মের
। কিন্তু তার চেয়েও বর সত্য আমরা সবাই মানুষ এবং একই সৃষ্টিকর্তার সৃষ্টি ।
একটি পরিবারের মতো।
উল্লেখ্য, গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ এবং
বাংলাদেশীদের প্রাধান্য বরাবরই বজায় রয়েছে । স্থানীয় জাপানীদের পরই রয়েছে
বাংলাদেশীদের অবস্থান এবং শুরু (২০১৫) থেকেই ভাইস চেয়ার ( দ্বিতীয় প্রধান )
এর পদটিতেও বাংলাদেশী রাহমান মনি আসীন রয়েছেন ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |
|