প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

 

জাপান প্রবাসী নারীদের সংগঠন আয়াজিত জমজমাট চ্যারিটি বাজার

 

  

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ১২, ২০২২ ।।

গত সপ্তাহে জাপান প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ উইমেন্স অ‌্যাসোসিয়েশন জাপান আয়োজিত তৃতীয় চ্যারিটি বাজার ও প্রবাসীদের মিলন মেলাটি ছিল করোনাকালীন দীর্ঘ বিরোতির একটি সার্থক আয়োজন।

চ্যারিটি বাজার থেকে সংগৃহীত অর্থ তারা বাংলাদেশে দুস্থ নারীদের কল্যানে ব্যায় করে তাই এই মানবিক কার্যক্রমে সহায়ক সংস্থাটির প্রতি জাপান প্রবাসীদের সহানুভূতি বিদ্যমান।

আতি সম্প্রতি বাংলাদেশ উইম্যানস অ্যাসোসিয়েশন, জাপান'এর সহযোগীতায় কুড়িগ্রামে হতদরিদ্র নারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে ঘর বিতরন করা হয়ে। অতীতেও বন্যায় সহায় সম্বলহীন নারীদের ৫ টি ঘর নির্মান করে দেওয়া হয়েছিলো।

বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন জাপান সূচনালগ্ন থেকে নানারকম সামাজিক কার্যক্রমের মাধ্যমে নারীদের পাশে সহযোগিতার হাত প্রসারিত করে আসছে। করোনা কালীন সময়ে নানা প্রতিকুলতার মাঝেও সংগঠনের মেম্বারদের দিয়ে মিটিং, ওয়েব সেমিনার চালিয়ে এসেছে। করোনা


সতর্কতা কিছুটা নিয়ন্ত্রনে আসলে সামাজিক অনুষ্ঠান পিকনিক, ঈদ পূনর্মিলনির আয়োজনও করে।

তাদের কিছু কার্যক্রমঃ

#২০২০ এ নওগাঁ ও রসুলপুর অঞ্চলে করোনা দুস্থ ৩০টি পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়।
#মহিলাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে ওয়েব সেমিনার।
#২০২১ এ দুস্থ অসহায় ৩০টি নারী প্রধান পরিবারে ঈদ বাজার বিতরন এবং “বিদ্যানন্দ” ও “এক টাকায় আহার “সংগঠন কে নগদ অর্থ দিয়ে ত্রান দানে সহায়তা করা হয় ।
#এবং পরিবর্তন সেচ্ছাসেবক সংগঠন ও বাংলাদেশের ইমার্জেন্সি রেসপন্স টিম(ERTFB) এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ৫০টি নারী প্রধান পরিবার কে ১মাসের বাজারের ব্যবস্হা করে দেয়া হয়।
আয়োজনের টুকিাকি:

টোকিওর হিগাশী জুজো কূমিন সেন্টারে আয়াজিত অনুষ্ঠানের প্রধান অতিথি : জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শাহাবুদ্দিন আহমেদ
বিশেষ অতিথি: রাষ্ট্রদূত সহধর্মিনী শাহীনা আক্তার
১.৩০ এ অনুষ্ঠান টি কেক কেটে ৬ষ্ট বছর উয্যাপনের মধ্যে দিয়ে উদ্ভোদন করেন প্রেসিডেন্ট রুমানা রউফ সোমা
এখানে সুস্বাদু হাতে বানানো খাবার , কেক , দেশীয় প্রোডাক্ট , বিদেশী ব্রান্ডের পোষাক সহ ১৬টি স্টল নিয়ে চ্যারিটি বাজার চলতে থাকে রাত ৮.০০ পর্যন্ত । স্টল মালিকরা সবাই বলেছে আমাদের মত অনলাইন বিজনেস ওমেনদের জন্য এটি একটি দুর্দান্ত আয়োজন ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন সুমি চৌধুরী ও ঊষা নাঈম ।
সমাজের সর্বস্তরের পরিচিত মুখ ও সব সংগঠনের মানুষের ভিড অনুষ্ঠানটিকে সফল করে তোলে। গোছানো পরিপাটি ও নতুনত্ব সব আয়োজন থাকায় সবার প্রশংসা অর্জন করেছে এবং পরবর্তীতে মাঠে আয়োজন করার জন্য এ সংগঠনের প্রেসিডেন্টের কাছে সবাই অনুরোধ করেন । আমল্ত্রিত অতিথি হিসেবে দূতাবাস কাউন্সেলর জনাব শেখ ফরিদ সাহেব ও উপস্হিত ছিলেন ।

সম্মান জানানো হয় অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত শাহীনা আক্তার সহ প্রবীন মুখ শিউলি নাকাজিমাকে । যিনি দীর্ঘদিন বাঙালী কমিউনিটিতে খুবই পরিচিত এবং প্রিয় মুখ ।

এছাড়া ও সদস্যদের কাজের প্রতি সম্মান জানিয়ে ও সংগঠনের বিশেষ সক্রিয় সদস্যদের মধ্য ২ জন রিনা নিশিওকা এবং গুলশাদ বেগম শিখা কে স্পিরিট অফ উইমেনস পাওয়ার, মাইলস্টোন অ্যাওয়ার্ড হাতে তুলে দেন বিশেষ অতিথি সম্মানিত শাহীনা আক্তার ।
স্বরলিপি আয়োজিত স্বাংস্কৃতিক অনুষ্ঠানটিও ছিল জমজমাট ।
রাফেল ড্র এর আকর্ষনীয় ১১টি পুরষ্কার প্রদান করে রাত ৯টায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন সেক্রেটারি সূবর্না মিত্রা।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]