|
বৃহত্তর বরিশাল সোসাইটির নবীন বরন ও আনন্দমেলা
কাজী ইনসানুল হক
।। সেপ্টেম্বর ২৭, ২০২২ ।।
গত ১৪ আগষ্ট সাইতামার মিসাতো শহরে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রেটার বরিশাল
সোসাইটির সাধারণ সভা। জাপানে নানমাদল তাইফুন এর সর্বনাশা আঘাত, প্রচন্ড
বৃষ্টি উপেক্ষা করে জাপান প্রবাসী বৃহত্তর বরিশাল সোসাইটি জাপানের নবীন বরন
অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছিল।
তিনদিনের ছুটি ও প্রকৃতিক বিপর্যয়ের কারনে মনে হয়েছিল রাস্তঘাট ফাঁকা থাকবে
কিন্তু হাইওয়েতে উঠেই টের পেলাম কি ভয়ানক অবস্থা, প্রচন্ড বৃষ্টিতে গাড়ীর
সামনে কিছুই দেখা যাচ্ছেনা ,ভেনু মিসাতো অঞ্চলে হওয়াতে দূর্ভোগ আরো শতগুন
বেশী, এই এলাকায় Costco , LaLaport আর IKEA তিনটি সুপার শপ,মানুষ যেন শপিং
ফ্যাবিয়ায় আক্রান্ত, ৪ কিলোমিটার রাস্তা পেরুতে কমপক্ষে দেড়ঘণ্টা লাগলো।
তবে অনুষ্ঠানে পৌছে দেখলাম আসেননি এমন কেউ নেই, ঝড় বৃষ্টি উপেক্ষা করে
সবাই এসেছেন।না এসে উপায় ছিলনা। যে আন্তরিকতায় বারবার দাওয়াত করা হয়েছে তা
উপেক্ষা করার সাধ্য মনে হয় কারোরেই ছিলনা।
চমৎকার আয়োজন আর আতিথেয়তা।
সমিতির নতুনদের অভিনন্দন সাথে পুরাতনদেরও শুভেচ্ছা। আসুন সবাই মিলে সকল
ভেদাভেদ ভূলে প্রবাসে সকল বাংলাদেশীরা ভাল থাকি, দেশটাকে ভালবাসি।
এদিন বরিশাল সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে রয়েছেন,
সভাপতিঃ কাজী এনামুল হক
সিনিয়র সহ সভাপতিঃ নিপু আহমেদ
সহ সভাপতিঃ আব্দুল কুদ্দুস মাখন
সহ সভাপতিঃ দেলোয়ার হোসেন
সহ সভাপতিঃ রিনা নিশুওকা
সহ সভাপতিঃ কাজী মোমিনুল
সাধারণ সম্পাদকঃ আব্দুল কুদ্দুস
যুগ্ম সাধারণ সম্পাদকঃ মাহমুদুল হাসান
সহ সাধারণ সম্পাদকঃ আমিনুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদকঃ তৌহিদুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদকঃ নোমান হাওলাদার
সাংগঠনিক সম্পাদকঃ মাসুদ পারভেজ
সহ সাংগঠিক সম্পাদকঃ আক্তার হোসেন নয়ন
সহ সাংগঠিক সম্পাদকঃ মোঃ শাহ আজম
দপ্তর সম্পাদকঃ ইমরান আল ইমু
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ এমদাদ হোসেন শাওন
সমাজকল্যান সম্পাদকঃ আমিনুল ইসলাম দিদার
অর্থ বিষয়ক সম্পাদকঃ মোঃ মাসুম বিল্লাহ
সহ অর্থ বিষয়ক সম্পাদকঃ এমদাদ হোসেন শাওন
ত্রান ও পুনর্বাসন সম্পাদকঃ লুৎফর রহমান
যোগাযোগ সম্পাদকঃ নাজমুল হাসান
তথ্য ও প্রকাশানা সম্পাদকঃ ববি রহমান
কর্মশালা সম্পাদকঃ আরশাদুল হক
এ ছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেনঃ
১। শেখ মঞ্জুর মোর্শেদ
২। ইয়াকুন নবী
৩। নাসিমুছ সালেহীন
বাড়তি পাওনা,ব্যাক্তিগত সফরে জাপানে আসা একদা জাপানে বাংলাদেশ দূতাবাসের
কমার্শিয়াল কাউন্সিলর,জাপানে শহীদ মিনার প্রতিষ্ঠাকালে যিনি তৎপর ছিলেন ,বর্তমান
সচিব IMED জনাব ফায়জুল্লাহ মনসুর ভাইকে দীর্ঘদিন পর কাছে পাওয়া।
বৃহত্তর বরিশালবাসীদের জন্য আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধা
জানিয়ে সামান্য উপহার।
আকাশলীনা
জীবনানন্দ দাশ
( বরিশাইল্লা ভার্সন )
______________
সুরঞ্জনা তুমি হোম্মে যাইও না,
ওই ছেড়ার লগে কতা কইও না;
ফিররা আহো সুরঞ্জনা;
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাইতে;
ফিইররা আহো এই মাডে,ঢেউ-এ
ফিইররা আহো মোর হৃদয়ে;
দূর গোনে দূরে আরো দূরে
ছেড়ার লগে তুমি আর যাইও না।
কী কতা হ্যাঁর লগে
আকাশের উফরে আকাশ,
মাডির লাহান তুমি আইজ
হ্যাঁর প্রেম ঘাস হইয়া আহে।
সুরঞ্জনা,
তোমার হৃদয়ে আইজ ঘাস,
আকাশের উফরে আকাশ,
বাতাসের উফরে বাতাস !
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |
|