প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

টোকিওতে প্রবাসীদের দক্ষিন বাংলার পদ্মাসেতু আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ১২, ২০২২ ।।

গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে জাপান প্রবাসীরা আনন্দ উৎসব পালন করেছে।

গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন জাপান এর ব্যানারে এবং গ্রেটার খুলনা কমিউনিটি জাপান এর সহযোগিতায় এই আনন্দ উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

টোকিওর কিতা সিটি অজি হোকুতোপিয়া হলে আজ ১১ সেপ্টেম্বর এই উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ । সভাপতিত্ব করেন গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন জাপান এর সভাপতি আব্দুর রাজ্জাক।

সভার শুরুতে বাংলাদেশ থেকে পাঠানো মান্যবর ব্যক্তিবর্গের ধারণকৃত বক্তব্য প্রচার ও পদ্মাসেতু শীর্ষক আলোকচিত্র প্রদর্শন করা হয় ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ বলেন, বহুকাঙ্খিত ও প্রত্যাশিত বাঙালির আজন্ম স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের ক্ষেত্রে সমগ্র প্রবাসী বাংলাদেশিরা এর অংশীদারিত্ব। তিনি আরও বলেন যার অসীম সাহসিকতা আর অপ্রতিরোধ্য মানসিকতায় বাস্তবায়ণ হয়েছে পদ্মা সেতু, তিনি আর কেউ নন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু বাস্তবায়নের পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অনেক বেশি উল্লেখ করে রাস্ত্রদুত বলেন, আগামীতে পদ্মা সেতুর মতো যে কোনো মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন মোঃ শাহ আজম , আব্দুল কুদ্দুস , তাফসীর আহমেদ তুহিন , শাহ আলম , চৌধুরী সাইফুর রহমান লিটন, শফিকুল ইসলাম সোহাগ , জিএম সিরাজ , মরিতা মনি , সুখেন ব্রহ্ম , মাঝহারুল ইসলাম মাসুম , খন্দকার আসলাম হিরা , বাদল চাকলাদার , মাসুদুর রহমান মাসুদ , জাকির হোসেন জোয়ারদার , গুল মোহাম্মদ ঠাকুর , মোঃ ফিরোজ মোল্লা , সালেহ মোঃ আরিফ , মোঃ নাসিরুল হাকিম , মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ ।

বক্তারাবলেন, স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র উল্লেখযোগ্য উন্নয়ন বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষের দীর্ঘ দিনের স্বপ্নই নয়। বিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চ্যালেঞ্জের নাম।

সেতুটি বাস্তবায়িত হওয়ায় একদিকে রাজধানী ঢাকার সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ যেমন সহজতর হবে। অন্যদিকে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে আসবে বৈপ্লবিক পরিবর্তন। বাড়বে শিল্প প্রতিষ্ঠান। হ্রাস পাবে বেকারত্ব। প্রবৃদ্ধি যোগ হবে আরও দুই শতাংশ ।

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য পর্বের সমাপনী বক্তব্য রাখেন সভাপতি আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ,ডঃ তাজবীর আহমেদ সাজিদ ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল জাপান প্রবাসীদের অতি পরিচিত ‘উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান’ এবং অন্যান্য স্থানীয় শিল্পিবৃন্দ।

আপ্যায়নের মধ্য দিয়ে পদ্মাসেতু আনন্দ উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর পরিসমাপ্তি ঘটে ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]