প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Wednesday, March 26, 2025 20:15 |

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছেঃ ইশিবা

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মঙ্গলবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জুনিয়র জোট অংশীদার কোমেইটোর প্রধান তেতসুও সাইতোকে বলেছেন তার সরকার দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।

সাইতো বলেন, প্রধানমন্ত্রী ইশিবার কার্যালয়ে এক বৈঠকে তিনি (ইশিবা) এই পরিকল্পনার কথা তাকে জানান।

ক্ষমতাসীন এলডিপি'র নতুন আইনপ্রণেতাদের মধ্যে ১০০,০০০ ইয়েনের গিফট ভাউচার বিতরণের ঘটনায় সৃষ্ট জনরোষের প্রেক্ষিতে ইশিবার মন্ত্রীসভার অনুমোদনের হার হ্রাস পেয়্ছে। প্রধানমন্ত্রী স্পষ্টতই ডায়েটের উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলরদের জন্য এই গ্রীষ্মের নির্বাচনের আগে জনগণের একটি মনোযোগ আকর্ষণকারী নীতি চালু করার লক্ষ্যে কাজ করছেন।

চালের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে সাইতো বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, "আমাদের কিছু একট করা দরকার।" জিজিপ্রেস।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]