জাপানের ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেঃ কি হতে যাচ্ছে
প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ?
কমিউনিটি রিপোর্ট ।।
রোববারের সাধারণ নির্বাচনে জাপানের ক্ষমতাসীন জোট তার নিম্নকক্ষের
সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে অপরদিকে বিরোধীরা উল্লেখযোগ্য আসন লাভ করেছে - ফলে
এটি একটি নতুন রাজনৈতিক যুগের সূচনার সংকেত দিচ্ছে।
প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জোটের
অংশীদার কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তিনি নির্বাচনটিকে একটি বিজয়
বলে মনে করবেন - এর জন্যে দরকার ছিলো কমপক্ষে ২৩৩টি আসন। কিন্তু এলডিপি ১৯১
এবং কোমেইতো ২৪টিতে জয়ী হওয়ায় ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ
হয়েছে।
রোববার নিম্নকক্ষের নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৩.৮৫ শতাংশ - তিন বছর আগের
নির্বাচন থেকে ভোট প্রদানের হার ২.০৮ ভাগ কম এবং যুদ্ধ-পরবর্তী সময়ে তৃতীয়
সর্বনিম্ন।
প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু সোমবার বিকেলে এলডিপির সদর দফতরে সাংবাদিকদের
সাথে কথা বলেন।
ইশিবা বলেছেন তার দলের জোট নিম্নকক্ষের নির্বাচনে বিধ্বংসী আঘাত ভোগ করলেও
ক্ষমতায় থাকার চেষ্টা করবে।
সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা জনসাধারণের কাছ থেকে একটি
ব্যতিক্রমী কঠোর রায় পেয়েছি। এটি গভীরভাবে দুঃখজনক যে আমাদের জোটের
অংশীদার কোমেইতো সহ আমাদের এলডিপির অনেক প্রভাবশালী সদস্য হেরে গেছেন।
আমাদের অবশ্যই বিনীতভাবে এবং আন্তরিকভাবে এই ফলাফলকে মেনে নিতে হবে।
ইশিবা জনগণের আস্থা পুনরুদ্ধার করতে বড় ধরনের সংস্কার আনার অঙ্গীকার
করেছেন। তিনি আরও বলেছেন যে তিনি হাউসের অন্যান্য দলগুলির সাথে এক সাথে কাজ
করার চেষ্টা করবেন। তিনি বলেন, "আমরা এই মুহুর্তে তাৎক্ষণিকভাবে একটি নতুন
জোট গঠনের কথা ভাবছি না। আমি মনে করি কীভাবে আমাদের প্রতিটি দলের নীতিগুলি
বিনীত মনোভাবের সাথে প্রবর্তন করা যায় তা নিয়ে আলোচনা শুরু করা দরকার। এই
প্রক্রিয়ায়, আমরা একটি সম্পর্ক গড়ে তুলতে কাজ করব। অন্যান্য দলের সাথে
মিলে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করবো যাতে জনগণ বিশ্বাস করেন যে আমরা
জাতীয় স্বার্থে একসাথে কাজ করছি, এটি এমন একটি দায়িত্ব যা সবচেয়ে বেশি
ভোটে জয়ী দল হিসাবে আমাদের পালন করতে হবে।"
যাইহোক, সিডিপি - বৃহত্তম বিরোধী দল - জোটের মোকাবিলায় অন্যান্য
শিবিরগুলির সাথেও আলোচনা করছে। ডায়েট আগামী সপ্তাহগুলিতে প্রধানমন্ত্রী
নিয়োগের জন্য একটি নির্বাচন করবে। এনএইচকে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|