প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Monday, March 24, 2025 17:41 |

@

@

গাজায় আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে টোকিওতে ইসরাইল দূতাবাসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ

@

@

কমিউনিটি রিপোর্ট ।।

শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ঊপর দখলদার ইসরাইলের আগ্রাসন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং ইসরাইলের সাথে চলমান সঙ্ঘাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আজ রোববার জাপানে বসবাসরত বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসলিম বিক্ষোভকারী টোকিওতে ইসরাইলি দূতাবাসের সামনে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।

জাপান পুলিশের পূর্বানুমতি নিয়ে ২৩ মার্চ রোববার বেলায় ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টোকিওর চিয়োদা সিটিতে অবস্থিত ইসরাইল দূতাবাসের সামনে জাপান মুসলিম কমিউনিটির ব্যানারে সমাবেশের নিদিষ্ট সময় নির্ধারণ থাকলেও তার আগে থেকেই প্রবাসীরা জড়ো হfতে শুরু করেন । জাপান মুসলিম কমিউনিটির ব্যানারে আয়োজন করা হলেও অন্যান্য ধর্ম্যালম্বী প্রবাসী এবং বিপুল সংখ্যক স্থানীয় জাপানিজদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগদানকারী বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা ফিলিস্তিনি ও নিজ নিজ দেশের পতাকা নিয়ে সংহতি জানাতে দেখা গেছে। বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে ইসরাইলি বাহিনীর অবৈধ ও অমানবিক আচরণ এবং হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা ও পূর্ণ সমর্থন জানিয়েছেন । তারা স্লোগানে স্লোগানে eফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দেf, eইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাকf, eবিশ্বের মুসলিম এক হও লড়াই করোf, eবদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবারf, eগাজায় হামলা কেন? জবাব চাই জবাব চাইf।
সমাবেশে বিক্ষোভ প্রদর্শন পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে আপনাদের জানাচ্ছি যে গত ২ দিনে ফিলিস্তিনে আমাদের সহস্রাধিক ভাইবোনদের শহীদ করা হয়েছে যার মধ্যে ২ শতাধিক শিশু রয়েছে। এমনকি নবজাতক শিশুকেও তারা ছাড় দেয়নি। আমরা বলতে চাই ইসরাইল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ও সংগঠন। তাদের হাতে লক্ষ লক্ষ মানুষ হত্যার রক্ত লেগে আছে।তারা জাতি হিসেবে অভিশপ্ত জাতি।
তারা আরো বলেন, ফিলিস্তিন আমাদের প্রাণ, বায়তুল মোকাদ্দাস আমাদের প্রথম কেবলা, ফিলিস্তিনিরা আমাদের ভাই, আমরা একই প্রাণ। ইনশা আল্লাহ বিজয় আমাদেরই হবে আর তা হবে প্রকাশ্য বিজয়।
বিক্ষোভকারীদের সকলেই সমস্বরে আল-আকসা মসজিদের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন বলে ঘোষণাও দেন। তারা গাজায় ইসরাইলি হামলাকে eগণহত্যাf হিসাবে আখ্যা দেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন ভাষায় eফিলিস্তিনকে মুক্ত করোf নামাঙ্কিত পতাকা নিয়ে eইন্তিফাদা বা গণজাগরণ দীর্ঘজীবী হোকf বলে এ সময় স্লোগান দেয় তারা। বেশিরভাগ মানুষকে এ সময় eফিলিস্তিনের সঙ্গে সংহতিf ছাড়াও নানা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
জাপান পুলিশের ভাষ্য মোতাবেক অর্ধ সহস্রাধিক বিক্ষোভকারী আজকের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে থাকে।
বিক্ষোভ সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রবাসী মিডিয়া , জাপানি জাতীয় মিডিয়া সহ বিশ্ব মিডিয়া কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
উল্লেখ্য চলমান পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার এবং এর আগেও একাধিকবার বিক্ষোভ মিছিল হয়েছে টোকিওতে এবং আগামীতেও হবে বলে জানা যায় ।

@

@

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

@

[প্রথমপাতা]

@

@