প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Wednesday, May 01, 2024 21:08 |

 

 

তোচিগি প্রিফেকচারে লাশ পোড়ানোর ঘটনায় আরও ২ জন গ্রেফতার

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

এপ্রিল মাসে তোচিগি প্রিফেকচারের নাসুতে পাওয়া এক ব্যক্তি ও তার স্ত্রীর পোড়া মৃতদেহের ঘটনায় বুধবার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ বলেছে, সন্দেহভাজনদের মোট সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

২০ বছর বয়সী দক্ষিণ কোরিয়ার নাগরিক ক্যাং কোয়াং কি এবং ২০ বছর বয়সী কিরাতো ওয়াকায়ামাকে ১৬ এপ্রিল নদীর তীরে আবিষ্কৃত মৃতদেহের ক্ষতি করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

ক্যাং এবং ওয়াকায়ামা অভিযোগ স্বীকার করেছেন কিনা তা পুলিশ প্রকাশ করেনি। ক্যাং এবং ওয়াকায়ামা বলেছেন তারা দম্পতির সাথে বা প্রিফেকচারের সাথে পরিচিত ছিলেন না, পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত দু'জন এছাড়াও টোকিওর একটি পরিত্যক্ত বাড়িতে এক দম্পতিকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ রয়েছে এবং ১৫ এপ্রিল রাতে অপর সন্দেহভাজন রিয়োকেন হিরাইয়ামা (২৫) কাছ থেকে গাড়ি ধার নিয়ে তোচিগি চলে যান।

পুলিশ জানিয়েছে, ১৬ এপ্রিলের প্রথম প্রহরে রেস্তোঁরা অপারেটর রিউতারো তাকারাজিমা, ৫৫, এবং তার স্ত্রী সাচিকো'র মৃতদেহ পুড়িয়ে দেওয়ার জন্য ক্যাং এবং ওয়াকায়ামা সাথে হিরায়ামা এবং হিকারু সাসাকি, (২৮) মিলে ষড়যন্ত্র করেছিল।

হিরায়ামাকে এপ্রিলের ২১ তারিখ গ্রেপ্তার করা হয়। তিনি বলেন ক্যাং এবং ওয়াকাইয়ামার সাথে তার প্রথম সাক্ষাৎ হয় ২০২৩ এর শেষে বা ২০২৪ এর গোড়ার দিকে। ধারণা করা হচ্ছে তিনি পেট্রোল এবং অন্যান্য আইটেমগুলি সাসাকি'র নির্দেশ অনুযায়ী ক্রয় করেন এবং এই দু'জনকে মৃতদেহগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেন। হিরাইয়ামা আরও বলেন তিনি ক্যাং-কে এ জন্যে অর্থও প্রদান করেছিলেন।

সাসাকি বলেছেন তিনি অপর একব্যক্তির কাছ থেকে নির্দেশনা পেয়েছিলেন। কিয়োদো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]