জাপানের ভোটাররা নিম্নকক্ষের নির্বাচনে ভোট দিয়েছেন
কমিউনিটি রিপোর্ট ।
রোববার জাপান জুড়ে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়েছেন। তাদের
সিদ্ধান্তে নির্ধারিত হবে ডায়েটের নিম্নকক্ষ কারা নিয়ন্ত্রণ করবেন। রাত ৮টা
পর্যন্ত ভোট গ্রহণ চলে।
৪৬৫টি আসনের কক্ষে ২৮৯টি একক আসনের জেলায় এবং ১৭৬টির আনুপাতিক
প্রতিনিধিত্বের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতার
মানদণ্ড হল ২৩৩ টি আসন৷
ক্ষমতাসীন জোট ২৭৯টি আসন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে।
প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু বলেছেন তিনি লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এবং
তার জুনিয়ার অংশিদার কোমেইতো বিজয়কে ধরে রাখবে এমনই বিবেচনা করছেন।
জাপানের বৃহত্তম বিরোধী দল সাংবিধানিক ডেমোক্রেটিক পার্টির প্রধান নোদা
ইয়োশিহিকো ক্ষমতাসীন দলের একচেটিয়া বিজয়কে বন্ধ করতে চান। এনএইচকে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|