|
জাপান বিএনপি’র ইফতার মাহফিল
কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ২৫, ২০২২ ।।
পবিত্র রমজান উপলক্ষে বিএনপি জাপান শাখা এক ইফতার মাহফিল এর আয়োজন করে।
২৩ এপ্রিল সাইতামা কেন এর “বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স”-এ আয়োজিত ইফতার মাহফিলে
বিএনপির নেতা কর্মীরা ছাড়াও বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন।
ইফতার পূর্ব এক ওয়েবিনার লাইভ ভিডিওর মাধ্যমে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির
আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল সংক্ষিপ্ত এক
শুভেচ্ছা বক্তব্য রাখেন । শুভেচ্ছা বক্তব্যে ডক্টর শাকিল জাপানে বিএনপিকে ইফতার
আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তারেক জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে একতাবদ্ধ
হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান
জানান।
ইফতার শেষে অতি সম্প্রতি কেন্দ্র কর্তৃক বিলুপ্ত কমিটির প্রধান উপদেস্টা এমডি
এস ইসলাম নান্নু , সভাপতি নুর এ আলম নুর আলি , সহসভাপতি মনি এমদাদ , দেলোয়ার
হোসেন ডিও, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম রনি নেতা কর্মীদের উদ্দেশ্যে
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উপদেষ্টা নান্নু নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্র কর্তৃক মেয়াদ উত্তীর্ণ
কমিটির বিলুপ্ত ঘোষণা ইতোমধ্যে আপনারা জেনেছেন। আমাদের সবার উচিত কেন্দ্রের
সিদ্ধান্তের প্রতি সন্মান জানানো ।
জাপানে আদু ভাইদের দিন শেষ । বছরের পর বছর একই পদ ধরে রাখার দিন শেষ । এখন থেকে
যে বা যারা-ই দায়িত্ব পাবেন তাদের কেহই ১০/২০ বছর ক্ষমতা ধরে রাখতে পারবেন না ।
তিনি নেতা কর্মীদের ফেসবুক-এ প্রোপাগান্ডায় বিচলিত না হওয়া এবং নিজেদেরকেও
প্রোপাগান্ডা না ছড়ানোর আহ্বান জানিয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানান ।
বিলুপ্ত কমিটির সভাপতি নুর আলি বলেন, ১৯ বছর কেহ একই পদ-এ অধিষ্ঠিত থাকার পরও
খায়েস না মিটে তাহলে তিনি নিজে লজ্জা না পেলেও আমাদের কিন্তু লজ্জা লাগে । তিনি
নতুন নেতৃত্ব বেছে নেয়ার আহবান জানান ।
উল্লেখ্য, ২২ এপ্রিল কেন্দ্রীয় কমটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির
রিজভী স্বাক্ষরিত জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর
শাকিরুল ইসলাম খান শাকিল বরাবর এক ঘোষণায় জাপান শাখা বিএনপি কমিটি বিলুপ্ত করা
হয় । যার অনুলিপি জাপান বিএনপি’র সভাপতি এবং সাধারন সম্পাদককে দেয়া হয় ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|