প্রবাসীর সাফল্য: অভিনন্দন চামেলি দাস
কাজী ইনসানুল হক
কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ২৩, ২০২১ ।।
World Food Program এর রচনা প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার টি পেল আমাদের চামেলি দাস।
জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) এর উদ্যোগে জাপানে আয়োজিত নির্দিষ্ট বিষয় নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় চামেলি দাস প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় চামেলি দাস “বিশ্বক্ষুধা “ বিষয় নিয়ে জাপানী ভাষায় সংক্ষিপ্ত ও তথ্যমুলক রচনার জন্য প্রথম হওয়ার গৌরব অর্জন করে। জানা যায়, এই প্রতিযোগিতায় সমগ্র জাপান থেকে অংশ নেয়া ২৩ হাজার ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে চামেলি দাস প্রথম স্থান অর্জন করেন। ফলে জাপানে বাংলাদেশি কমিউনিটি ও জাপানিজদের মধ্যে ব্যাপক তোলপাড় ও সাড়া পড়ে যায়। অনুষ্ঠানটি জাপানের মিডিয়াতেও যথেস্ঠ গুরুত্বের সাথে প্রচারিত হয়।জনপ্রিয় নিউজ মিডিয়া ইয়াহুনিউজ এবং টিভিএস টিভিসহ বিভিন্ন মিডিয়াতে চামেলির কৃতিত্বের খবর ফলাও করে প্রচার করা হয়।
শুক্রবার জাপানের টোকিওর মারিয়ত হোটেলে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে চামেলি দাসের হাতে পুরস্কার তুলে দেন জাপানের জনপ্রিয় অভিনেত্রী ও জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বিশেষ প্রতিনিধি আরিশ হিরসে।
চামেলি দাস (১৬) গাজীপুরের জয়দেবপুর সদর থানার বাড়িয়া ইউনিয়নের বড়কয়ের গ্রামের জাপানে বসবাসরত বাবা ঊষা রঞ্জন ও মা আকিকো মাৎসুশিতার একমাত্র মেয়ে। সে এখন জাপানের টেনথ গ্রেডের (দশম শ্রেণি সমমান) ছাত্রী।
উল্লেখ্য, চামেলি দাসের বাবা ঊষা রঞ্জন ও মা আকিকো মাৎসুশিতা মধ্য জাপানের সিজিউকা এলাকায় তাদের প্রতিষ্ঠিত ইংলিশ স্কুল ঊষা ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বর্তমানে মধ্য জাপানের সিজুওকায় পরিবারসহ বসবাস করছেন।
চামেলি দাসের উত্তোরত্তর সাফল্য কামনা করি।
https://news.yahoo.co.jp/articles/cff6a55cd4a014f1208ede72c102b93bec627f1a
চামেলি দাসের Script
女優の広瀬アリスが15日、オンラインで配信された「WFPチャリティーエッセーコンテスト2021」表彰式に出席した。
「こころのワクチン、私のごはん」をテーマに小学4年生から大人まで幅広い世代を対象に作品を募集。応募総数は過去最多となる2万3075通になったという。特別審査員を務めた広瀬は、審査員特別賞の中学生・高校生部門を担当し、高校1年生の松下チャミリさんのエッセーを選出。バングラデシュ出身の父が作るスパイスカレーを通して、同国に住む祖母に思いをはせるという作品で、「お父さんのカレーを通じて遠くに暮らすおばあさんとつながることに感動しました。家族そろって、友達とワイワイ食べるということはすごく当たり前のことでしたが、そういったことに感謝しなければいけないと思うエッセーでした」と語った。
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
[প্রথমপাতা]
|