প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপানে বাংলাদেশী বস্ত্রের শোরুম উদ্বোধন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ৫, ২০২১ ।।

টোকিওর দক্ষিণে কানাগাওয়া প্রিফেকচারে জাপানের সুপরিচিত অনলাইন ভিত্তিক বাংলাদেশী বস্ত্রের প্রতিষ্ঠান সুপ্রভা ফ্যাশন হাউজ তাদের প্রথম আউটলেট উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার নদী সিনা জাপানে প্রথম বাংলাদেশী নারী উদ্যোগতা যার হাত ধরে এ ধরণের কোনো শোরুম চালু হলো।

দিনভর ইলশে গুঁড়ি বর্ষণ সিক্ত উদ্বোধনী দিনে উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতার সমাগম ঘটে। বিকেল ৩টার কিছু পর কেক কেটে আনুষ্ঠানিক ভাবে শোরুমটির উদ্বোধন করা হয়। অবশ্য ক্রেতারা তার আগেই সকাল থেকে সেখানে জড় হতে থাকেন।

সাগামিহারা শহরের চুউয়ো কু, কামিমিজো'র শোরুমটির নীচতলায় রয়েছে একটি বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট, হালাল ফুড ইত্যাদি। নামাযের জন্যে একটি ছোট মুসাল্লাও রয়েছে, আর সাথে অনেক গুলি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, 'সাপ্তাহিক' এর জাপান প্রতিনিধি রাহমান মনি, পরবাস সম্পাদক ও কমিউনিটি নিউজের উপদেষ্টা সম্পাদক কাজী ইনসানুল হক, চিত্রগ্রাহক সহিদুল হক প্রমূখ।

নদী সিনা প্রায় এক দশক ধরে অনলাইনে ব্যবসা করে আসছিলেন। দেশী বিদেশী গ্রাহকদের আগ্রহে তিনি শোরুম খোলার সিদ্ধান্ত নেন। শোরুমটিতে পরিধেয় বস্ত্র ছাড়াও পাওয়া যাচ্ছে দৈনন্দিন ব্যবহারের নানা জিনিস। বিভিন্ন ধরণের মসলাপাতি, পিঠের ছাঁচ, খাবারের আইটেম, বিভিন্ন ধরণের রান্নার সরঞ্জাম সহ বিভিন্ন রকমের জুয়েলারী। একটি স্থান থেকেই মানুষ যাতে সব কিছু পেতে পারেন তার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]