[প্রথমপাতা]

 

 

 

বানিজ্যমন্ত্রী জি এম কাদের সাথে জাতীয় পার্টি জাপান শাখার নেতৃবৃন্দের বৈঠক

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২৮, ২০১২ ।।

জাতীয় পার্টি জাপান শাখার নেতৃবৃন্দ শুক্রবার সকালে বর্তমানে জাপান সফররত বানিজ্যমন্ত্রী জি এম কাদেরের সাথে টোকিওতে এক বৈঠকে মিলিত হয়েছেন।

প্রায় একঘন্টা স্থায়ী তাদের এই বৈঠকে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রাথমিক পরিচয় পর্ব শেষে জাতীয় পার্টি জাপান শাখার নেতৃবৃন্দ বর্তমানে গাড়ির ব্যবসায়ে বিরাজমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বানিজ্যমন্ত্রীকে জানান, সরকারের নিয়মানুসারে ২০০৬ সালের পূর্বের কোন গাড়ি বাংলাদেশে প্রবেশ করতে পারবেনা। কিন্তু এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী কাস্টমস কর্তৃপক্ষের সাথে যোগসাযোশ করে এর চাইতে অনেক পুরাতন গাড়ি দেশে পাঠাচ্ছেন। ফলে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

জবাবে বানিজ্যমন্ত্রী বলেন, তিনি এসব অসাধু চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। দেশে ফিরে গিয়ে তিনি আরো পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

তাদের আলোচনায় এছাড়াও, দেশের বর্তমান পরিস্থিতি, দলীয় প্রসঙ্গ এবং প্রবাসীদের বিভিন্ন দিকগুলো ঠাঁই পায়।

জি এম কাদেরের সংগে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জাপান শাখার সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক নাবী উল্লাহ্‌ আসিফ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আবু জাফর মোঃ মারুফ এবং দপ্তর সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]