প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

কোরবানির মাংসে আপ্যায়নে প্রবাসীদের মিলন মেলা

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ১২, ২০২০ ।।

মাত্র একসপ্তাহ আগে অনুষ্ঠিত হয়ে গেল ইসলাম ধর্ম্যালম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব এবং অবশ্যই পালনীয় পবিত্র ঈদুল আযহা ।

প্রতি বছর জাপানে পবিত্র ঈদুল আযহা শেষে জাপান প্রবাসীদের জন্য মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপান ঈদুল আযহার মাহাত্মে কোরবানির মাংসে আপ্যায়ন করিয়ে থাকে। একই সাথে ঈদ ভ্যারাইটি হিসেবে বিনোদনের আয়োজনও করে থাকে।

করোনাকালীন এ সময় জাপান ব্যাপী চলছে বিভিন্ন সতর্কতা, চলছে গ্রীষ্মের দাবদাহ এবং একই সাথে চলছে জাপানী সংস্কৃতির অবোনের ছুটি ।

করোনাকালীন এ সময়ে জাপান সরকারের বিভিন্ন বিধিনিষেধ থাকার কারনে জানান দিয়ে বৃহত্তম পরিসরে আয়োজন করে কোরবানির মাংসে আপ্যায়ন এর নামে ঈদ ভ্যারাইটি আয়োজনও সম্ভব নয়।

কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারার ছন্দপতন যেনো না ঘটে সেই লক্ষ্যে জাপান প্রবাসীদের অতি পরিচিত মুখ , সমাজকর্মী , প্রতিষ্ঠিত ব্যবসায়ী এন,কে, ইন্টারন্যাশনাল এর কর্নাধার এম,ডি সহিদুল ইসলাম নান্নুর ব্যক্তিগতভাবে টোকিওর কামাতা মসজিদ-এ ব্যক্তিগত উদ্যোগে কোরবানির মাংসে আপ্যায়নে জাপান প্রবাসীদের আমন্ত্রণ জানান ।

৯ আগস্ট ‘২০ রোববার বাদ এশা এম,ডি সহিদুল ইসলাম নান্নুর ব্যক্তিগত আমন্ত্রণ জানালেও মাগরিব পূর্ব সর্বস্তরের প্রবাসীরা জড়ো হতে থাকেন কামাতা মসজিদে।

নান্নুর ব্যক্তিগত আমন্ত্রন এবং কোন প্রকারের বিনোদন এর ব্যবস্থা না থাকা সত্বেও দলমত নির্বিশেষে প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয়। জাপানে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়ায় এক পর্যায়ে মসজিদে স্থান সংকুলান না হওয়ায় ৪তলা বিশিষ্ট মসজিদের ছাদে স্থান দিতে হয় ।

আপ্যায়ন পূর্ব এক বিশেষ দোয়া মাহফিলে বর্তমান বৈশ্বিক মহামারি ‘করোনা’ থেকে দেশবাসী ও প্রবাসীসহ বিশ্ববাসীর মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কামাতা মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান । 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]