|
টোকিওতে জাতীয় পার্টি জাপান শাখার ইফতার মাহফিল
কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ৭, ২০১৪ ।।
রমযান মাস শুরু হলেই জাপানের রাজধানী টোকিওতে শুরু হয় প্রবাসী বাংলাদেশীদের
ইফতার মাহফিলের ধুম। দল, মত, ধর্ম নির্বিশেষে সকলেই একসাথে ইফতারের আনন্দ
ভাগ করে নেন। এবার রমজান মাসের দ্বিতীয় রোববার টোকিওতে ইফতার মাহফিলের
আয়োজন করে জাতীয় পার্টি, জাপান শাখা। ৬ জুলাই আকাবানে বিভিও হলে
আয়োজিত এই ইফতার পার্টিতে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।
ইফতারির আগে জাতীয় পার্টি, জাপান শাখার নেতৃবৃন্দ মঞ্চে একে একে আসন গ্রহণ
করেন। তবে তারা এদিন কোনো বক্তব্য রাখেননি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপস্থিত অতিথিদের মধ্যে কয়েকজন। বক্তারা এমন একটি আয়োজনের জন্যে দলের
নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইমদাদুল হক।
অনুষ্ঠানে পর্যায়্ক্রমে বক্তব্য রাখেন- নাজমুল হক ভুঁইয়া, আশরাফুল ইসলাম
শেলী, কাজী ইনসানুল হক, তাজউদ্দিন মোঃ রবি চৌধুরি, খন্দকার আসলাম হীরা,
শহিদুল হক হিরো, কাজী মাহফুজুল হক লাল। সবশেষে দূর-দূরান্ত থেকে ইফতার
মাহফিলে আসার জন্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন দলের সভাপতি নাবী
উল্লাহ আসিফ। এরপর দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিক ও
বাংলাদেশের সুখ-সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাগরিবের নামাজের পর অতিথিদের সুস্বাদু নৈশভোজে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|