[প্রথমপাতা]

 

 

 

বাংলাদেশে সিগারেটের স্বর্ণখনিঃ বছরে ১০ হাজার কোটি টাকারও বেশি বিক্রি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজার

 

কাজী আজিজুল ইসলাম
 

বাংলাদেশে সিগারেটের বিক্রির পরিমান ও মূল্যমান দুটোই উল্লেখযোগ্য পরিমানে বেড়ে গেছে। বৃটিশ আমেরিকান টোব্যাকো গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ শীর্ষ চারটি বাজারের একটিতে স্থান পেয়েছে।

লন্ডনে প্রকাশিত কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ শীর্ষ চারটি কৃতিত্ব অর্জনকারী দেশগুলোর একটি।

সেখানে আরো বলা হয় কোম্পানিটির বার্ষিক টার্নওভার চলতি বছরে ইতিমধ্যেই ১৪.৯ বিলিয়ন পাউন্ড বা ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বিবৃতিতে বলা হয় বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরো তিনটি দেশ ভালো ব্যবসার পেছনে অবদান রেখেছে।

'এশিয়া প্যাসিফিকে লাভের পরিমান বেড়েছে ১৮৪ মিলিয়ন পাউন্ড হতে ১,৩৩২ মিলিয়ন পাউন্ড। জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের ভালো পারফরমেন্সের ফলেই এটা সম্ভব হয়েছে' -কোম্পানিটি বিবৃতিতে বলে।

সেখালে উল্লেখ করা হয়, ৩৫টি দেশে বৃটিশ আমেরিকান টোব্যাকো বা বিএটির ব্যবসা রয়েছে। এসব দেশে তাদের ব্যবসা ২ শতাংশ বা ১৮৮ বিলিয়ন পিস বেড়েছে যার মূল কারণ বাংলাদেশ ও ভিয়েতনামে বিক্রি বেড়েছে।

'বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমানে বাজার সম্প্রসারন করেছে। শুল্কায়নের ফলে মূল্যবৃদ্ধির পরও খরচ নিয়ন্ত্রনের মাধ্যমে সেখানে ব্যবসা লাভজনক করা সম্ভব হয়েছে' বিবৃতিতে বলা হয়।

ঢাকার বিএটি কর্তপক্ষ অবশ্য বাংলাদেশে ২০১০ এর এই পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে মার্চে বার্ষিক সাধারণ সভায় কোম্পানির সার্বিক পারফরমেন্স তুলে ধরা হবে।

ওয়েবসাইটে উল্লেখিত জানুয়ারি-সেপ্টেম্বর ২০১০ মেয়াদে কোম্পানিটির আর্থিক বিবরণীতে বলা হয়েছে নয় মাসে করসহ তাদের টার্নওভার ছিলো ৪,৮১২ কোটি টাকা (৬৭৭ মিলিয়ন ডলার), এর আগের বছরের চাইতে তা বেড়েছে শতকরা ২২ ভাগ।

বিএটিবির তামাক রপ্তানীও তাদের ব্যবসাকে স্ফীত করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন বিএটিবির এবছর বার্ষিক আয় ১ বিলিয়ন ডলারের কাছাকাছি হবে।

বিক্রির পরিমানের দিক থেকে বিএটিবি তার খ্যাতনামা ব্রান্ড বেনসন এন্ড হেজেস কে নিয়ে এখন বাংলাদেশের বৃহত্তম টোব্যাকো কোম্পানি। গোল্ড লিফের বাজারও খুবই শক্তিশালী এবং কমদামী ব্র্যান্ড বিশেষ করে 'স্টার' এর বাজার বেশ ভালো।

খুচরা বাজারে বেনসন এন্ড হেজেসের প্রতিটি সিগারেটের মূল্য ৬ টাকা করে বার্ষিক ৩ বিলিয়ন সিগারেট বিক্রি করে বিএটিবি বাজারের শীর্ষে রয়েছে। ২০টি সিগারেটের এক বক্স বেনসন এন্ড হেজেসের মূল্য ১১০ টাকা। যদিও বাক্সে লেখা ১০৪ টাকা।

টোব্যাকো শিল্পের সাথে জড়িত বিশেষজ্ঞরা বলছেন বিএটিবির প্রিমিয়াম ব্র্যান্ডটি হয়ত খুব শিগগীরই বিশ্বের বৃহত্তম টোব্যাকো কোম্পানি আমেরিকার ফিলিপ মোরিসের মার্লবোরোর সাথে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছে।

মার্লবোরো দেশের অন্যতম বৃহৎ আকিজগ্রুপের ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রির সাথে মিলে বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে।

দেশের দ্বিতীয় বৃহৎ সিগারেট নির্মাতা আকিজের কমদামি ব্রান্ডের মধ্যে 'নেভি' সিগারেটটি বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। বিড়ির বাজারে আকিজ এখনো অপ্রতিদ্বন্দ্বী।

বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের সিগারেট নির্মাতাদের সরকারী ধুমপান বিরোধী কর্মকান্ডকে উপেক্ষা করার প্রবণতা ক্রমেই বাড়ছে।

বাংলাদেশে বর্তমানে সিগারেটের বর্ষিক বিক্রি ১০ হাজার কোটি টাকাকেও ছাড়িয়ে গেছে।
 
 

[প্রথমপাতা]