প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

“উত্তরণ”র ব্যানারে জাপান প্রবাসীদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ২৫, ২০২০ ।।

জাপান প্রবাসিদের দ্বারা পরিচালিত অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণ কালাচারাল গ্রুপ এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ পালন করেছে জাপান প্রবাসীরা

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দিবসটি উপলক্ষ্যে পালন উপলক্ষে জাপান প্রবাসিরা এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ।

২৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার সন্ধ্যায় টোকিওর ইতাবাশি সিটি অইয়ামা বুনকা কাইকান এ অমর একুশের স্মরণে আয়োজিত মহতী আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের সাথে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সর্বস্তরের জাপান প্রবাসীরা।

উত্তরণের প্রাক্তন লিডার মোঃ নাজিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা সকলে সারিবদ্ধভাবে অস্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে পুস্প প্রদান করে তাদের অন্তর নিংড়ানো শ্রদ্ধা জানান। এসময় উত্তরণ এর শিল্পীদের সাথে অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি , আমি কি ভুলিতে পারি’ সকলে কণ্ঠ মিলান।

এরপর দিবসটির তাৎপর্যে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ইতিহাস ভিত্তিক বক্তব্য রাখেন জাপান শাখা আওয়ামীলীগ সভাপতি সালেহ মোঃ আরিফ , ডাঃ শাহরিয়ার এম, শামস সামি , মোঃ জাকির হোসেন জোয়ারদার প্রমুখ।

বক্তব্যে ডাঃ শাহরিয়ার এম, শামস সামি ১৯৪৭ সালে দেশ বিভাজনের পূর্ব থেকে সংখ্যা গরিষ্ঠ বাংলাভাষীদের নিয়ে বিভিন্ন অদৃশ্য ষড়যন্ত্র এবং তারই প্রেক্ষাপটে দৃশ্যমান আন্দোলন এবং তারই ফলশ্রুতিতে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের বিভিন্ন অজানা তথ্য তুলে ধরেন।

বক্তব্য পর্ব শেষ হলে শুরু হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশের প্রতি শ্রদ্ধা রেখে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তরণের নিয়মিত শিল্পীরা ছাড়াও শিশু শিল্পী তনুতা ঘোষ এবং আঙ্কা বণিক সংগীত পরিবেশন করেন। এছাড়াও ডাঃ তাজবীর আহমেদ সাজিদ কবিতা আবৃতি করেন।

সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]