প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

এপিএফিএস এর উদ্যোগে বিনা মুল্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ১৫, ২০২০ ।।

জাপানে বসবাসরত বিদেশী শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছিল জাপানে বসবাসরত বিদেশী শ্রমিকদের স্বার্থ নিয়ে গঠিত সংগঠন এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি (এপিএফএস) জাপান।

৯ ফেব্রুয়ারি ২০২০ রোববার টোকিওর ইতাবাশি ওয়ার্ড-এ অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষায় ব্যাপক সাড়া মেলে। মোট ২০ জন নিবন্ধন করলেও মোট ১৮ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়ে থাকেন । হেলথ কার্ডধারীরাও এ সুযোগ নিয়ে থাকেন। তার কারন হ'লো সময় এবং সুযোগ না থাকা ।

এশিয়ার বিভিন্ন দেশ ছাড়া আফ্রিকার বেশ কিছু দেশ বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়ে থাকে। স্বাভাবিকভাবেই সংখ্যার দিক থেকে বাংলাদেশীদের অংশ ছিল বেশী। তার অন্যতম কারন, প্রতিষ্ঠালগ্নে ইয়োশিনারি সংগঠনটির সম্মুখভাগে থাকলেও এর পেছনের কুশীলবদের সবাই ছিলেন মূলত বাংলাদেশি। যা বর্তমানেও অব্যাহত রয়েছে। এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন একজন বাংলাদেশি। বর্তমান সাধারণ সম্পাদকও একজন বাংলাদেশি । ইয়োশিনারি কাতসুও তাই সব সময় বলে থাকেন এপিএফএস হলো বাংলাদেশিদের সংগঠন।

শুরুতে শুধুমাত্র এশিয়ান দেশগুলো থেকে আগত ভিসাহীনদের নিয়ে এপিএফএস প্রতিষ্ঠিত হলেও শুধুমাত্র ভিসাহীনদের জন্যই এপিএফএস কাজ করেনা, ভিসাধারী যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিতদের দাবী আদায়েও কাজ করে থাকে। আফ্রিকার বিভিন্ন দেশগুলো থেকে আগত অভিবাসী এবং সুবিধা বঞ্চিত জাপানীজদের জন্যও এপিএফএস কাজ করে থাকে।

বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচীর সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা কাতসুও ইয়োশিনারি এবং বর্তমান সভাপতি মায়ুমি ইয়োশিদা। 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]