প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

সেইজিন নো হি

 

 

কাজী ইনসানুল হক
টোকিও

টানা তিনদিনের ছুটি,শনি রবি সাপ্তাহিক ছুটির সাথে আজ সোমবার ১৩ জানুয়ারী ২০২০,জাতীয় ছুটির দিন।আজ (সেইজিননো হি ) Coming of age day.প্রতিবছর জানুয়ারী মাসের দ্বিতীয় সোমবার বিশ বছরের তরুণ - তরুণীদের কিশোর কিশোরী থেকে যুবক যুবতী হয়ে ওঠার দিন। রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক ভাবে প্রাপ্ত বয়স্ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

এই প্রথম ঘরে আড়াই দিন কাটিয়ে বাইরে চনচনে রোদের আভাষ দেখে বেড়িয়ে পড়লাম। আজকে দুটো আমন্ত্রন থাকলেও একাকী নি:সঙ্গ সময় কাঁটাবার স্বাদ হলো। ঘর ছেড়ে রাস্তায় উঠতেই চোখে পড়লো বাসস্টান্ডে কিমোনো পরিহিত একটি মেয়ে একাকী বাসের অপেক্ষায় দাডিয়ে। পরীর মতে মনে হলো। মনে পড়লো আজতো সেইজিন নো হি -ওদের বিশ বছর বয়সে পড়বার দিন। বয়সের বাঁধার সব দেয়াল ভেঁঙ্গে মুক্ত স্বাধীন হয়ে ওঠার দিন।

ভালো লাগলো।গায়ে পড়ে যেয়ে অভিনন্দন জানালাম। মেয়েটির চোখ জ্বলে উঠলো,মিষ্টি হাসিতে মেয়েটি অভিনন্দনের জবাব দিল। বললাম তোমার একটি ছবি নিই? এতক্ষন নিজের পরিবার ও বন্ধুদের কাছে নতুন জীবনের জন্য শুভেচ্ছা পেয়েছো,এই প্রথম একজন বিদেশীর কাছ থেকে শুভেচ্ছা পাওয়াটা মনে হয় মেয়েটি উপভোগ করেছে তাই বাসে উঠেও ধাবমান বাস থেকে হাত নেড়ে বিদায় নিল।

একটু খোঁজ নেবার চেষ্টা করলাম,নিজেদের পরিচিত কার ছেলে মেয়ে আজ ২০ বছরে পড়লো। এখন পর্যন্ত বন্ধু সনৎ বড়ুয়ার মেয়ে অহনা বড়ুয়া, বন্ধু ইলিয়াস মুন্সীর মেয়ে আয়েশা , মিশু ভাইয়ের মেয়ে সুস্মিতা ও শাহীন ভাইয়ের মেয়ে মায়েদা রিসার নাম পেলাম। এখন পর্যন্ত কোন ছেলের নাম জানা হয়নি। অহনা ,আয়েশা ,সুস্মিতা ও রিসার জন্য প্রানভরে দোয়া ও শুভ কামনা।

জাপান প্রবাসী সবাই এই দিনটির কথা জানেন তবুও অন্য সবার জন্য এই দিনটির সংগৃহীত তথ্য নীচে উদ্ধৃত করলাম।

জাপানে নতুন আইনে ২ বছর আগেই প্রাপ্তবয়স্ক হওয়ার সুযোগ পাচ্ছে তরুণ-তরুণীরা। দেশের সরকার ছেলে-মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স ২০ বছর থেকে কমিয়ে ১৮ বছর করার বিল পাস করেছে। ২০২২ সাল থেকে কার্যকর হবে নতুন এ আইন।

এ আইনে সবচেয়ে বড় যে ব্যাপারটি ঘটবে তা হচ্ছে, ছেলে-মেয়েরা এখন ১৮ বছর বয়সেই বাবা-মায়ের অনুমতি ছাড়া বিয়ে করার এক্তিয়ার পাবে। ১৮৭৬ সালে জাপানে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স নির্দিষ্ট করে দেওয়ার পর এই প্রথম তাতে পরিবর্তন আনা হল।

জাপানের বর্তমান আইন অনুযায়ী, ছেলেরা ১৮ বছরের পর এবং মেয়েরা ১৬ বছর বয়সের পর বিয়ে করতে পারে। কিন্তু সেজন্য তাদেরকে বাবা-মায়ের অনুমতি নিতে হয়। শুধুমাত্র ২০ বছর হওয়ার পর কেউ নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। নতুন আইন কার্যকর হলে ১৮ বছর বয়সী সব ছেলে-মেয়েই নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ পাবে।

১৮ বছর বয়সেই বাবা-মায়ের অনুমতি ছাড়া তারা চাইলে ক্রেডিট কার্ড বা ব্যাংক থেকে ঋণও নিতে পারবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা নিজেদের পাসপোর্ট পাবে, যার মেয়াদ হবে ১০ বছর। জাপানে বর্তমানে অপ্রাপ্তবয়স্করা পাঁচ বছর মেয়াদে পাসপোর্ট পায় এবং এজন্য বাবা-মা বা আইনি অভিভাবকের স্বাক্ষর প্রয়োজন হয়। নতুন আইন চালু হলে ‘জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার’ এর চিকিৎসা চলছে এমন কেউ ১৮ বছর হওয়ার পর আইনগতভাবে নিজেদের লিঙ্গ পরিবর্তনের আবেদন করতে পারবে।

নতুন আইনে দুই বছর কমিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স ১৮ করা হলেও কিছু কৌশলগত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১৮ বছর হলেও তারা মদ্যপান, ধূমপান, জুয়া খেলা ও শিশু দত্তক নিতে পারবে না। এজন্য তাদের ২০ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নতুন বিলে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স কমলেও কিছু নিষেধাজ্ঞা থাকায় সোশ্যাল মিডিয়াগুলিতে বিশেষ করে তরুণ প্রজন্ম এটা নিয়ে খুব একটা খুশি হতে পারেনি। এক টুইটার ব্যবহারকারীর প্রশ্ন, ‘তাহলে আমি ১৮ বছরে পড়ব এবং প্রপ্তবয়স্ক হব। কিন্তু আমি মদ্যপান করতে বা জুয়া খেলতে পারব না? এটি কিছু হল না’।

অন্য একজন লেখেন, ‘১৮ বছর হলে আমি ঋণ করতে পারব। কিন্তু মধ্যপানের উপর তখনও নিষেধাজ্ঞা থাকবে!’ জাপানে প্রতিবছর জানুয়ারিতে প্রাপ্তবয়স্ক হওয়া উপলক্ষ্যে উৎসব আয়োজন করা হয়। ওইদিন ছুটি থাকে এবং ২০ বছরের তরুণরা তাদের প্রাপ্তবয়স্ক হওয়াকে স্বাগত জানায়।
গত কয়েক দশক ধরেই জাপানে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স নিয়ে বিতর্ক চলছে। ২০০৯ সালে ‘লেজিসলেটিভ কাউন্সিল অব দ্য মিনিস্ট্রি অব জাস্টিস’ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স কমিয়ে ১৮ করার পরামর্শ দেওয়া হয়।

জাপানে জন্মহারের নিম্নগতির কারণে দেশটির মোট জনসংখ্যায় ৬০ বছরের বেশি বয়সের মানুষের সংখ্যা বাড়ছে। প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স কমিয়ে দেওয়ায় তরুণ বয়সীদের মধ্যে সন্তান জন্মদানে উৎসাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০১৫ সালে দেশটিতে ভোটার হওয়ার বয়সও ২০ থেকে কমিয়ে ১৮ করা হয়।(সংকলিত)

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]