|
গুনী শিল্পী খন্দকার ফজলুল হক রতন কে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ
কমিউনিটি, জাপান
কমিউনিটি রিপোর্ট ।।
নভেম্বর ১৯, ২০১৯ ।।
জাপান প্রবাসী সংগীত শিল্পী খন্দকার ফজলুল হক রতন কে বিরল সন্মান জানিয়েছে
জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটি। খন্দকার ফজলুল হক রতন কে দেয়া এক সংবর্ধনা
অনুষ্ঠানে এই সন্মান জানানো হয়। তিনি সকলের কাছে ‘গুরু রতন বা রতনদা’ নামেই
সমাধিক পরিচিত।
জাপানে বাংলা সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ খন্দকার
ফজলুল হক রতন*কে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে তিনি একক সংগীত পরিবেশন করেন।
১৭ নভেম্বর ‘১৯ রোববার টোকিওর কিতা সিটি অজি হোকু তোপিয়া স্কাই হলে
সান্ধ্যকালীন এই সংবর্ধনা অনুষ্ঠানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্ব স্তরের
প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠে।
টোকিওর আশে পাশের প্রদেশগুলো থেকে প্রবাসীরা জড় হন আয়োজন স্থলে। অংশ নেন রতনের
গানের জাপানী ভক্তরাও। অনুষ্ঠান শুরুর পূর্ব থেকেই হল কানায় কানায় ভরে যায়। এক
পর্যায়ে আসন সংকুলান না হয়ে অনেকেই দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
সংবর্ধনার প্রারম্ভে খন্দকার ফজলুল হক রতন এর সংগীত জীবনের উপর একটি ভিডিও
চিত্র প্রদর্শন করা হয়। ভিডিও চিত্রে বাংলাদেশ থেকে তাঁর উদ্দেশ্যে পাঠানো
সুহৃদদের শুভেচ্ছা বার্তাও স্থান পায়।
তনুশ্রী গোলদার বিশ্বাস এর পরিচালনায় খন্দকার ফজলুল হক রতন সংবর্ধনা মঞ্চে উঠার
সময় সকলে দাঁড়িয়ে গুনী এই শিল্পীর প্রতি সন্মান জানান। এসময় তাঁর পাশে ছিলেন
তাঁর সহধর্মিণী চিযুরু এনদো। চিযুরু এনদো নিজেও উত্তরণ বাংলাদেশ কালচারাল
গ্রুপের নিয়মিত সদস্য।
এরপর বিভিন্ন সংগঠন থেকে রতন দম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনেকে আবার
ব্যক্তিগত ভাবে ফুলেল অভিনন্দন জানান।
ফুলেল শুভেচ্ছা জানানোর পর বাংলাদেশ কমিউনিটি , জাপান এর পক্ষ থেকে সালেহ মোঃ
আরিফ এর নেতৃত্বে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রবাসী নেতৃবৃন্দ।
এরপর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গুনী শিল্পীর প্রতি সন্মান জানিয়ে অভিনন্দন
বক্তব্য রাখেন।
সংবর্ধনার জবাবে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত রতন বলেন, আপনাদের এই ভালবাসার ঋণ
আমাকে আরও বেশী সংগীত পরিবেশানার মাধ্যমেই শোধ করতে হবে। আমি আরো বেশী বেশী গান
গেয়ে যেতে চাই। সংগীতই আমার ধ্যান , ধারনা। আশা করি আগামীতেও আপনাদের ভালবাসা
অব্যাহত থাকবে।
এরপর শুরু হয় গুরু রতনের একক সংগীত পরিবেশনা। সংগীতের বিভিন্ন অঙ্গন থেকে একে
অনেক গুলো জনপ্রিয় গান তিনি পরিবেশন করেন। এসময় যন্ত্রে সহযোগিতায় ছিলেন যেরোম
গোমেজ, মান্না চৌধুরী , ইমতিয়াজ আহমেদ কোরেইশি, কাজী ইকবাল পিনু, বাচ্চু দত্ত,
এনদো চিজুরু, শুভজিত রয় অভি এবং সায়মন হোসেন প্রমুখ।
এছাড়াও তিনি ঝিঁঝিঁ পোকা ব্যান্ড দলের সঙ্গেও সংগীত পরিবেশন করেন।
কমিউনিটি ব্যাক্তিত্ব সালেহ মোঃ আরিফ এর নেতৃত্বে একদল কর্মী অনুষ্ঠান আয়োজনের
নেপথ্যে কাজ করে সংবর্ধনা আয়োজনটিকে সার্বজনীন করে তুলেন। অনেকেই বিভিন্নভাবে
সহযোগিতার হাত বাড়ান।
উল্লেখ্য বাংলাদেশের কুষ্টিয়ার সন্তান খন্দকার ফজলুল হক রতন উত্তরণ বাংলাদেশ
কালচারাল গ্রুপ , জাপান এর প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন লিডার এবং প্রানপুরুষ।
দীর্ঘ তিন দশকেরও বেশী সময় যাবত তিনি বাংলা সংগীত চর্চা এবং জাপানে বাংলা
সংস্কৃতি তুলে ধরার নিমিত্তে নিরলস কাজ করে যাচ্ছেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|