প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাদেক হোসেন খোকার জন্য দোয়া

 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ১৫, ২০১৯ ।।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) জাপান শাখা এক আলোচনা সভার আয়োজন করে।

১০ নভেম্বর ২০১৯ রোববার টোকিওর কিতা সিটি হিগাশি জুজো ফুরেআইকান এ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান শাখা বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব নুর এ আলম নুর আলী। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি এমদাদুল হক মনি এবং যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ডিও। সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নূর খান রনি।

একই সভায় অবিভক্ত ঢাকার সর্ব শেষ মেয়র , বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ আবুল খায়ের ভূঁইয়া।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভার শুরু হয়।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ( বীর উত্তম ) , সাদেক হোসেন খোকা সহ মুক্তিযুদ্ধে শহীদদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনায় অংশ নিয়ে দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন সেলিম আহমেদ , সাইফুর জাহিদ আশিক, রনি ভুঁইয়া, সোহাগ আহমেদ, নাহিদ কামাল। হেলাল উদ্দিন, মুকিব, সাজ্জাদ শাহরিয়ার, খায়রুল হাসান মামুন, মুনির হোসেন, রফিকুল ইসলাম বেপারী, জাহিদ হাসান জুয়েল, ওমর ফারুক রিপন, মোঃ মোস্তাফিজুর রহমান জনি, মোঃ শাকিল আহমেদ, মোঃ নজরুল ইসলাম রাজীব, মোঃ মোজাহেদুর রহমান জুয়েল, মোঃ আবুল খায়ের ভূঁইয়া, হালিম, হায়দার হোসেন, আবতাব উদ্দিন, জামাল উদ্দিন, শেখ মাক্সুদ, মোঃ মশিউর রহমান বিল্লাল , কামরুল হাসান, পল হাসান, নজরুল ইসলাম রনি, মোঃ জসীম উদ্দিন, দেলোয়ার হোসেন, এমদাদুল হক মনি প্রমুখ।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর হয়েছিল বলেই আজ বাংলাদেশের মানুষ স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছে। যদিও এই অবৈধ সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে জনগন দিন কাটাচ্ছে। এমন সময় শহীদ জিয়ার মতো কাণ্ডারির বড়ই প্রয়োজন। আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন একতাবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে আমাদের মাতা, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা।

সমাপনী বক্তব্যে সভাপতি আলহাজ্জ্ব নুর এ আলম নুর আলী বলেন "যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবেই। অবৈধ সরকার বিপ্লবের চেতনাকে ভয় পায়, তাই তারা ৭ নভেম্বরের বিপ্লবের মহানায়ক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। তারা গণতন্ত্রকে হত্যা করে ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। অথচ বিপ্লব এদেশের মানুষের শিরায় শিরায় বহমান। আর ক্ষমতাসীন গোষ্ঠী দেশ-জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শক্র। তাই যতই জুলুম-নিপীড়ন চালানো হোক না কেনো, বিপ্লবীদের দমিয়ে রাখার সাধ্য কারো নেই। তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশে-বিদেশে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।"   

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]