|
উত্তরণ এর প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৯ পালন
কমিউনিটি রিপোর্ট। অক্টোবর ১৬, ২০১৯।
জাপানে বাংলাদেশীয় সংস্কৃতির ধারক ও বাহক সাংস্কৃতিক সংগঠন "উত্তরন বাংলাদেশ
কালচারাল গ্রুপ, জাপান" তাদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠানের।
১৩ অক্টোবর ২০১৯ রোববার টোকিওর ইতাবাশি সিটির অয়ামা বুনকা কাইকান শো হলে আয়োজিত
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা'র প্রতিনিধি
হিসেবে বাংলাদেশ দুতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) ডঃ জিয়াউল আবেদিন উপস্থিত
ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,পি,এফ,এস এর প্রতিস্থাতা ইয়োশিনারি
কাতসুও ।
পূর্ব রাতে ঘটে যাওয়া জাপানের ইতিহাসে স্মরন কালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে
যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন হওয়া স্বত্বেও সর্ব স্তরের প্রবাসীদের অংশ গ্রহন এবং
স্বতঃস্ফূর্ততার কমতি ছিলনা।
উত্তরণও দর্শকদের উৎসাহ ও আনন্দে আশাহত করেনি। বিশেষ করে শুরু এবং শেষটাতে
যথেষ্ট মুনশিয়ানার পরিচয় এবং বাংলা দেশীয় সংস্কৃতির উপস্থিতি দর্শকদের মাতিয়ে
রাখতে সক্ষম হয়েছে। দর্শকদের অংশ গ্রহন নিশ্চিত করতে এদিন উত্তরণ তাদের প্রথা
ভেঙ্গে বিলম্বে অনুষ্ঠান শুরু করে।
বাপ্পা দত্ত , মৌটুসি দত্ত এবং নিয়াজ আহমেদ জুয়েল এর প্যানেল পরিচালনায়
অনুষ্ঠানের প্রারম্ভে বিগত এক বছরে বাংলাদেশে প্রয়াত সংগীত শিল্পীদের স্মরণ সহ
জাপানে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে নতুন সদস্য/সদস্যাদের পরিচয়
করিয়ে দেয়া হয়। এবছর চার জন উত্তরণের সদস্য হবার গৌরব অর্জন করেন। তারা হলেন ,
সফিক , তাহেরা , মনির ও রওনক ।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি উদ্ভোধনী কোরাস , নাচ , গান ,অভিনয় , আবৃতি ,একাঙ্কিকা ও
দলীয় সঙ্গীত দিয়ে ঢেলে সাজানো হয়। কিছু নতুনত্বের সংযোজন দর্শক উপভোগ করেছেন ।
বিশেষ করে প্রাক্তন লিডার নাজিম ও নতুন মুখ মনির অভিনীত একাঙ্কিকা 'বা-কা' ছিল
উপভোগ্য ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তরণ ম্যানেজার পাপ্পু , এ,পি,এফ,এস সভানেত্রী ইয়োশিদা
মায়ুমি , দুতাবাস কাউন্সেলর ডঃ জিয়াউল আবেদিন এবং উত্তরণ দলনেতা ববিতা পোদ্দার
।
শুভেচ্ছা বক্তব্যে ডঃ জিয়াউল আবেদিন জাপানের মতো দেশে ৩১ বছর ধরে বাংলাদেশের
সংস্কৃতি বিকাশে নিরলস ভুমিকা রাখার জন্য উত্তরণের ভুয়শী প্রশংসা করে বলেন,
জাপানে বাংলাদেশ এবং বাংলাদেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্য দুতাবাস একযোগে কাজ করে
যাবে।
এছাড়াও ডঃ জিয়াউল আবেদিন রাষ্ট্রদূত এর শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান ।
উল্লেখ্য আগামী ২২ অক্টোবর ২০১৯ জাপানের নতুন সম্রাট নারুহিতো'র অভিষেক কে
কেন্দ্র করে বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এর জাপান সফর উপলক্ষে
রাষ্ট্রদূতের ব্যস্ততার জন্য, শত ইচ্ছা থাকা সত্বেও উত্তরণ এর প্রতিষ্ঠা
বার্ষিকীতে না পারার কারনে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ
করেন।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content
is strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|