জাপানে একটি মৃত্যু ও কিছু কথা
নোমান সৈয়দ রাজু
আশিকাগা,জাপান
অকাল প্রয়াত সিয়াম। যেন নিজ পূত্র হারানোর শোকে বাকহীন জাপান প্রবাসীরা।
অকাল প্রয়াত মোহাম্মদ সিয়ামের মৃত্যু জাপান প্রবাসী প্রতিটি বাবা মাকে নিজ
সন্তানের মৃত্যুর শোকে ব্যাথাতুর করে তুলেছে।মাত্র ২২ বছরের মায়াবী জ্বলজ্বলে
ছেলেটির অবয়ব চোখ থেকে সরাতে পারছিনা আমরা কেউ।
ভাগ্যান্বশনে দীর্ঘ আয়ুর দেশে এসেছিল
সিয়াম,কতো রঙ্গীন স্বপ্ন বুনেছিল ও,সবটাই হারিয়ে গেল নির্মল মৃত্যুর আগমনে।
ব্রেন টিউমারের অপারেশন পরবর্তি জ্ঞান না ফেরায় সিয়ামের মৃত্যতে জাপান প্রবাসী
কমিউনিটি তার মৃতদেহ দেশে পাঠানোর সম্মিলিত উদ্যোগটি অনুকরনীয় হয়ে থাকবে।
আমরা যারা প্রবাসী তারা কি কখন চিন্তা করি মৃত্যু হলে আমাদের মৃতদেহ কি করব?
আমার ধারনা বেশির ভাগ প্রবাসি চাই তাকে যেন জন্মভূমিতে প্রিয়জনদের পাশে সমাহিত
করা হয়।জাপান হতে একটি মরদেহ দেশে পাঠাতে আনুমানিক ১০০ মান (৭৫০০০০ টাকা) খরচ
হয়।আমাদের সবারই কিন্তু সেই প্রস্তুতি নেই ।তাই যে কোন মৃত্যুতেই সবার কাছে
সাহায্য চাওয়া হয়।সব সময় পুরো টাকাটা যে সাহায্য পাওয়া যায় তা কিন্তু না তখন
কিন্তু পরিবার বা কাছের লোকদের কঠিন পরিস্তিতির সম্মুখীন হতে হয়।
আমার মনে হয় সবারই তার নিজের এবং পরিবারের মরদেহ দেশে পাঠানোর বিষয়টি নিয়ে
চিন্তা করা উচিত।
প্রতেক জাপানিজ কিন্তু কমপক্ষে তার অন্ত্যেষ্টিক্রিয়া যেন সুন্দর করে হয় সেই
পরিমান টাকার লাইফ ইন্সুরেন্স করে রাখে।
আমরা ও যদি কমপক্ষে ১০০ মান এর একটি লাইফ ইন্সুরেন্স করে রাখি তাহলে আমাদের
করোই মৃতদেহ দেশে পাঠাতে সমস্যার সম্মুখীন হতে হবে না।
৩৫ বছর বয়সি একজন পুরুষের ১০০ মান এর (掛け捨てকাকেসুতে) একটি লাইফ ইন্সুরেন্স
প্রিমিয়াম ৮০০/৯০০ ইয়েন চেয়ে বেশি হওয়ার কথা না ।মহিলাদের প্রিমিয়াম পুরুষদের
চাইতে সামান্য কম হয়।( আমি ৩৫ বছর বয়সে ২৫০ মানের একটি করেছিলাম সেটার
প্রিমিয়াম ছিল ১৪৮০ ইয়েন।পরে অন্য বিমায় পরিবর্তন করেছি)।প্রতি মাসে ৮০০/৯০০
ইয়েন খুবই সামান্য কিন্তু এই সামান্য কটা ইয়েন দিয়ে যদি আপনার মরদেহ দেশে
পাঠাবার ব্যবস্হা আপনি করে রাখতে পারেন তাহলে কিন্তু ভালোই হয়।
আর একটা ইন্সুরেন্স আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তো দো ফু কেন মিন
(都道府県民保険) ইন্সুরেন্স। প্রতি মাসের প্রিমিয়ম হচ্ছে ২০০০ ইয়েন (পুরুষ মহিলা সমান)
কিন্তু বছর শেষে ২৫%হতে৩০% ফেরত আসে অর্থাৎ মাসিক প্রিমিয়াম গিয়ে হচ্ছে ১৫০০
ইয়েন।এখন দেখি ১৫০০ ইয়েন প্রিমিয়াম দিয়ে ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত আপনি কি কি
সুবিধা পাবেন।
১: হাসপাতালে ভর্তি হলে প্রতি দিনের জন্য পাবেন ৪৫০০~৫০০০ ইয়েন।
২: রোড একসিডেন্ট মৃত্যু হলে ১ হাজার মান।
৩: দুর্ঘটনায় মৃত্যু হলে ৮০০ মান।
৪: সাধারন মৃত্যু হলে ৪০০ মান।
## ৬১ হতে হতে ৬৫ বছর সুবিধা গুলো অর্ধেক হয়ে যাবে । ৬৬ হতে ৭০ আরো কমে যাবে।তখন
আপনি চাইলে প্রিমিয়াম বাড়িয়ে সুবিধা ও বাড়িয়ে নিতে পারেন।
জাপানে একজন মানুষ একবার বাইরে খেলেই ১৫০০ইয়েন খরচ হয়ে যায়।তিন প্যাকেট
সিগারেটের মুল্য ও ১৫০০ ইয়েনের চাইতে বেশি।
সিংহভাগ জাপানিজদের ২/৩ টা ইন্সুরেন্স করা থাকে। জাপানিজরা যখন শুনে যে আমাদের
কোন লাইফ ইন্সুরেন্স নেই তখন তারা খুবই অবাক হয়ে যায়।
প্রিমিয়াম বেশি দিলে আরো অনেক ভালো বিমা আপনি করতে পারেন।
জাপান হচ্ছে ইন্সুরেন্সের দেশ।৪০ হতে ৫০ বছরের একজন জাপানিজ প্রতি মাসে গড়ে
ইন্সুরেন্সের প্রিমিয়াম দেয় প্রায় ৩৬০০০ ইয়েন।
আমরা যদি ছোট কোন ইন্সুরেন্স করে রেখেও মৃত্যুর পর নিজ পরিবার বা কাছের মানুষ
কে সবার কাছে হাত পাতা বন্ধ করতে পারি ব্যাপারটা কিন্তু ভালোই হবে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |