প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাতীয় শোক দিবস ২০১৯ পালন করলো জাপান আওয়ামীলীগ

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগস্ট ২৮, ২০১৯ ।।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখা। একই সাথে পালিত হয়েছে ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস।

দিবসটি পালন উপলক্ষে জাপান আওয়ামীলীগ এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

২৫ আগস্ট '১৯ রোববার টোকিওর কিতা সিটি অজি হোকু তোপিয়া স্কাই হল-এ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কে আমন্ত্রন জানানো হলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও ব্যস্ততার কারনে তিনি উপস্থিত হতে পারেননি । তবে, এক ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও আওয়ামীলীগ জাপান শাখাকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানস্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ( রাজনৈতিক ) ডঃ জিয়াউল আবেদিন ।

আয়োজনের শুরুতেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জাপান আওয়ামীলীগের সভাপতি সালেহ মোঃ আরিফ এর নেতৃত্বে দূতাবাস কাউন্সেলর ডঃ জিয়াউল আবেদিন ও অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এরপর সারিবদ্ধভাবে সকলে ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।

এরপর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও আওয়ামীলীগ জাপান শাখাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীরা সোচ্চার ছিল বলেই বঙ্গবন্ধুর বিচার কার্য তরান্বিত হয়েছে । আমরা দেশের প্রচলিত আইনে বিচার করে খুনীদের রায় ও কার্যকর সম্পন্ন করেছি।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠন করতে পারলে তার ঋণ শোধ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।

এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু , তাঁর পরিবারের সদস্যবর্গ , নিহত অন্যান্য ব্যক্তিবর্গ এবং ২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আরাফাত উল্লাহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান শাখা আওয়ামীলীগের সভাপতি সালেহ মোঃ আরিফ। এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দুতাবাস কাউন্সেলর ডঃ জিয়াউল আবেদিন এবং সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরা।

দিবসটির তাৎপর্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাসিরুল হাকিম , আহসান গাজী, বজলুল ইসলাম , নোমান সাইদ, আরাফাত শাওন, ডাঃ শাহরিয়ার সামস সামী, সুখেন ব্রহ্ম ,নিয়াজ আহমেদ জুয়েল , সাকুরা মাসুদ , চৌধুরী লিটন , মোল্লা আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস , মাসুদ পারভেজ , মোল্লা ওয়াহেদুল ইসলাম ,বিমান কুমার পোদ্দার , জাকির হোসেন জোয়ারদার , হারুন উর রশিদ ,বাদল চাকলাদার , সনত কুমার বড়ুয়া , নাজমুল হোসেন রতন , আব্দুর রাজ্জাক , প্রমুখ ।

অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আসলাম হিরা ।


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]