|
গুনমা প্রিফেকচারে ঈদ আনন্দ ২০১৯ ও মিনা বাজার অনুষ্ঠিত
কমিউনিটি রিপোর্ট ।। আগস্ট ১৮, ২০১৯ ।।
জাপানের গুনমা, তোচিগি ও সাইতামা প্রিফেকচার-এ বসবাসরত প্রবাসী
বাংলাদেশীদের আয়োজনে গুনমা প্রিফেকচারে আয়োজন করা হয়েছিল ঈদ আনন্দ ২০১৯ ও
মিনা বাজারের ।
আয়োজনে গুনমা, তোচিগি ও সাইতামা প্রিফেকচার হলেও দিন ব্যাপী এ আয়োজনে আনন্দে
অংশ নিতে ছুটে গিয়েছিলেন টোকিও , ইবারাকি , চিবা , শিজুওকা , কানাগাওয়া ,
নাগানো ও আশ-পাশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।
বৈরী আবহাওয়া , শুক্রবার এবং অনেকের-ই কর্ম দিবস হওয়া সত্বেও আয়োজকদের
আন্তরিকতা এবং প্রবাসীদের উৎসাহ ও উপস্থিতির কোন কমতি ছিল না ।
শিশু মাফি'র কোরআন তেলোয়াত এর পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে
অনুষ্ঠানের সূচনা হয় । এরপর-ই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী , জাতীর পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের
শিকার সকলের আত্মার প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক
মিনিট নীরবতা পালন করা হয়।
বিশিষ্টজনদের শুভেচ্ছা বক্তব্য , ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান , চিত্রাঙ্কন
প্রতিযোগিতা , গুণীজন সংবর্ধনা , স্থানীয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান ,
প্রশ্নোত্তর পর্ব এবং সব শেষে ব্যান্ড এর গান দিয়ে অনুষ্ঠান সাজানো হয় ।
অনুষ্ঠান সাজানোতে ছিল না কোন উগ্রতা বা অপসংস্কৃতির বালাই ।
প্রথমবারের মতো গুনীজন সংবর্ধনায় শিল্প ও সংস্কৃতিতে শাম্মী আক্তার বাবলী
এবং সাহিত্য ও সাংবাদিকতায় প্রবীর বিকাশ সরকারকে সন্মানিত করা হয়।
ব্যান্ড শো তে জাপান প্রবাসী বাংলাদেশীয় সঙ্গীত পরিবেশন করে জাপানে একমাত্র
বাংলাদেশী ব্যান্ড দল 'ঝি ঝি পোকা' ব্যান্ড গ্রুপ ।
মিনা বাজারে মোট ১৭টি স্টল ছিল। স্টল মালিকদের থেকে স্টল বাবদ কোন ফি নেয়া
হয়নি । তবে , স্বেচ্ছায় এবং আগতদের কাছ থেকে চ্যারিটি অনুদানের আয়কৃত অর্থ
বাংলাদেশে কল্যাণ মূলক কাজে ব্যয় করা হবে বলে উদ্যোক্তা সুত্রে জানা যায় ।
অনেকদিন পর প্রবাসীরা প্রকৃত অর্থেই বাংলাদেশী সংস্কৃতিতে একটি সাংস্কৃতিক
অনুষ্ঠান উপভোগ করতে পেরে আনন্দে উদ্বেলিত হতে হয়েছে ।
মহতী এই আয়োজনের সার্বিক দায়িত্ব ও নেপথ্যের কারিগর ছিলেন হাফিজ কবির খান
নাঈম এবং জয়ী দম্পতি । অনুষ্ঠান পরিচালনাও করেন এই দম্পতি ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|