প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে জাতীয় শোক দিবস পালিত

 


কমিউনিটি রিপোর্ট।। আগস্ট ১৬, ২০১৯ ।।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

৪৪তম জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের নেতৃত্বে জাপান প্রবাসী বাংলাদেশিরা। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশ নিয়ে তাদের শ্রদ্ধা অর্পণ করেন। একই সাথে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা অর্পণে অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন দুতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আরিফ ।

দূতাবাস আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল- জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন শেষে অর্ধনমিতকরণ, জাতির জনক ও শাহাদাতবরণকারী তার পরিবারের সদস্যবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন , দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ।

বানী সমূহ পাঠ করে শোনান যথাক্রমে কমার্শিয়াল কাউন্সেলর আরিফুল হক , প্রথম সচিব ( প্রেস ) মুহাম্মদ শিপ্লু জামান , প্রথম সচিব মোহাম্মদ আরিফ এবং প্রথম সচিব ও দুতালয় প্রধান তুষিতা চাকমা ।

এরপর দূতাবাস কাউন্সেলর ডঃ জিয়াউল আবেদিন এর পরিচালনায় জাতীয় শোক দিবসের তাৎপর্যে , বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অসামান্য অবদানের উপর আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

রাষ্ট্রদূত তার বক্তব্যের প্রারম্ভে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙ্গালী জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা–যার বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তিনিই যুদ্ধ পরবর্তী বাংলাদেশ নির্মাণে আসাধারণ সাফল্য অর্জন করেছিলেন, দ্রুততম সময়ে জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় ও তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন।

রাষ্ট্রদূত আরো বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। আর তার দেখানো পথ ধরেই তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। রাষ্ট্রদূত জাপান প্রবাসী সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রার সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূতের বক্তব্যের পর দিবসটির তাৎপর্যে প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । বক্তারা আলোচকরা বঙ্গবন্ধু হত্যার বিচার ও রায় কার্যকর করার জন্য সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং পলাতক খুনীদের দেশে এনে রায় বাস্তবায়ন করার আহ্বান জানান। বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজেরও দ্রুত নিষ্পত্তি ও রায় কার্যকরের দাবী করেন।

এছাড়াও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দূতাবাসের আয়োজনে প্রবাসী সকলের জন্য উন্মুক্ত রাখার অনুরোধ রাখা হয় আলোচনা সভার মধ্য থেকে ।

সব শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]