প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিট

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

বাংলাদেশ দুতাবাস কর্তৃক রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপন

 


কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ২৩, ২০১৯ ।।

বাংলা সাহিত্যের দুই দিকপাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজ্রুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করেছে জাপানস্ত বাংলাদেশ দুতাবাস।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৫৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি নজ্রুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ দুতাবাসের নিজস্ব ভবনের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ২১ জুলাই '১৯ রোববার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
 

দুতাবাসের দ্বিতীয় সচিব তুশিতা চাকমার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলা সাহিত্যের উজ্জ্বলতম এই দুই নক্ষত্রের অবদান নিয়ে আলোচনা করেন। তিনি তাঁদের রচিত গান, কবিতা, উপন্যাস, গল্প ও নাটকের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের ধর্মনিরপেক্ষ সৃষ্টিকর্মগুলোর প্রাসঙ্গিকতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি আরও বলেন, তাঁদের রচনাগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশেষ প্রেরণা জুগিয়েছিল। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন ও জাতীয় কবির মর্যাদা দেন।

রাষ্ট্রদূত এর বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসী সাংস্কৃতিক কর্মীদের উত্তরীয় পড়িয়ে দেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ।

এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী সাংস্কৃতিক কর্মীরা। মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানটি নাচ , গান , আবৃতি দিয়ে সাজানো ছিল ।

সব শেষে সকলের অংশ গ্রহনে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক জাপানী সুহৃদরাও
উপস্থিত ছিলেন এবং একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। একই সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশ নেন ও বাংলাদেশের খাদ্য সংস্কৃতির স্বাদ গ্রহন করেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]

.