প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

কানাগাওয়া'তে ঈদ সম্মিলন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ২২, ২০১৯ ।।

ঈদ উল ফিতরের ১১ দিন পর রোববার ১৬ জুন জাপানের কানাগাওয়াতে আয়োজন করা হয়েছিলো ঈদ সম্মিলনের। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শত সহস্র মাইল দূরে থাকা প্রবাসীদের নিরস ঈদের পর সকলে মিলে আনন্দে মেতে ওঠার মিলন মেলা ছিলো এই ঈদ সম্মিলন। ইয়োকোহামা'র হোসোকাইয়া দাইইচি শুকাইজো হলে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠানটি।

সপ্তাহ জুড়ে বৃষ্টি ভেজা দিন গুলোর পর এদিন ঝকঝকে সূর্য আর ফুরফুরে দিনের দেখা মেলে। দুপুর হতে না হতেই সরগরম হতে থাকে প্রাঙ্গণ। একেক জন আসছেন তাদের রান্না করা ডিশ নিয়ে, কেউ বা ব্যস্ত খাবার টেবিল পরিকল্পনামাফিক পরিপাটি করে সাজাতে কেউ বা মঞ্চকে দ্রুততার সাথে রূপ দিচ্ছেন তার আসল নক্সায়, কেউ কেউ বসে গেছেন আড্ডায় আর ছোটরা নিজ দেশের বন্ধুদের পেয়ে মাতোয়ারা, নিষেধেও কর্ণপাত নেই কেননা তারাও জানে দিনটি তাদের বাধাহীন উচ্ছ্বলতার। এসব কিছুর সাথে চলছে ফটো আর সেলফি।
 


টেবিল ভর্তি দেশীও খাবারে মধ্যাহ্ন ভোজে অংশ নিতে সকলে লাইনবেধে দাঁড়ান। বিচিত্র স্বাদের দেশী খাবার রসনা সংযমকে কঠিন করে তোলে। সেগুলোর যেমনি স্বাদ তেমনই পরিবেশনা।

দুপুরের খাবারের পর শুরু হয় মূল অনুষ্ঠানের। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়। কোরআন তেলোয়াত করেন কাজী আরিফ। এরপর শিশুরাও সম্মিলিত ভাবে সুরা ফাতিহা পাঠ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশরাফ আহমেদ ও আল আমীন খান।

সকল প্রবাসী মিলে কবি নজরুলের "ও মন রমজানের ঐ রোজার শেষে" গানটি পরিবেশন করেন। তারপর ছোটদের অনুষ্ঠান শুরু হয়। শিশুদের প্রাণবন্ত নাচ, গান, ফ্যাশন শো, ম্যাজিক পরিবেশনা ছিলো অনবদ্য।

প্রবাসীদের অতি পরিচিত মুখ সোহেল জায়েদী এসেছিলেন ১১০ কিলোমিটার দূরের ইবারাকি থেকে তার গান শোনাতে। ফাঁকে ফাঁকে অন্যান্যরাও গান গেয়ে মেতে ওঠেন গানের ভুবনে। গানের ফাঁকে সন্ধ্যার দিকে ছিলো বিকেলের আরেক প্রস্ত নাস্তা। রসগোল্লা, সিঙ্গারা, দই, সমুচা, রোল, জর্দা সহ আরো কতো কি! ইচ্ছেমত খাওয়া-দাওয়ার পর আবার গান, খেলাধুলা। ছিলো দম্পতিদের অংশ গ্রহনে 'কাপল গেম'।

সন্ধ্যার পর ধীরে ধীরে শেষ হয় দেড়শ'রও বেশী প্রবাসীদের এই মহামিলনের। আবার ঈদে দেখা হবে ভারী মনে এই প্রত্যাশায় বিদেয় নেন একে একে সকলে।

অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিলঞ্জনা হক, সঞ্চালনা ও শিশুদের অনুষ্ঠান পরিচালনা করেন ফারজানা আঁখি ও নিপুন সাজ্জাত, খাবার ব্যবস্থাপনা করেন নদী সিনা ও তাকে সহায়তা করেন নিপু আলম এবং জোসনা আকতার, সংস্থাপন ব্যবস্থাপনায় ছিলেন ঝুমা হোসেন, চিত্রগ্রহণ করেন শহীদুল হক। অনুষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনা করেন নদী সিনা।

প্রবাসী নারীদের উদ্যোগে নিয়মিত আয়োজিত কানাগাওয়ার এই অনুষ্ঠান গুলি ইতিমধ্যেই জাপান প্রবাসীদের একটি অন্যতম জনপ্রিয় সম্মিলনে পরিণত হয়েছে।


 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]