|
জাপানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
তানিয়া মিথুন ।। জুন
১৯, ২০১৯ ।।
ঈদ এর রেশ থাকতে থাকতেই জাপান এর সাইতামা কেন এর কিতামাচি কুমিনকান এ পালিত
হয় ঈদ পুনর্মিলনি। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আয়োজিত এই পুনিরমিলনীতে টোকিও সহ
বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশী রা অংশগ্রহণ করেন। বাংলাদেশী রকমারি
খাবার এর সাথে ছিল বিভিন্ন রকম মজার খেলা ধুলার আয়োজন। জাপান এ ঈদ এর কোনো
ছুটি নেই তাই ঈদ এর দিন আনন্দ কোনো আনন্দ করার সুযোগ থাকে না। এই পুনর্মিলনী
গুলোতে সবাই ঈদ এর আনন্দে মেতে উঠে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির তিন কন্যা
নুসরাত লোপা , সুমি এবং সেবু ছিল এই আয়োজন এর উদ্যোক্তা।
এতে তিনটি পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে ছিল বাংলাদেশি সব
মজাদার খাবারের সমারোহ। দ্বিতীয় পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। তৃতীয় পর্বে
ছিল শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।
অনুষ্ঠানের প্রধান আয়োজক নুসরাত লোপার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন,
ববিতা পোদ্দার এবং তানিয়া মিথুন,জেসমিন সুলতানা কাকলী।
এছাড়াও পুরুষ এবং মহিলারা বিভিন্ন রকম প্রতিযোগিতার অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়
জানুর রহমান এবং নুসরাত লোপার উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায়
ছিলেন, তানিজা শারমিন সেবু এবং সুমি।
আয়োজনে প্রবাসী বধূদের প্রাধন্য থাকলে আয়োজকদের পরিবারের সদস্য ছাড়াও
আমন্ত্রিত হয়ে এসেছিলেন পুরুষরাও,তারাও মেতে ছিলেন নানান পর্বে।আজগর আহমেদ
সানি,কাজী ইনসানুল হক, আসলাম হীরা,খায়রুল বাশার ,বিমান পোদ্দার, রাফাত
ইব্রাহীম ,সনৎ বড়ুয়া, মনি ঠাকুর, রেজা মীর,আল মামুন,মোল্লা
দেলওয়ার,আনোয়ার হোসেন,কামাল উদ্দীন টুলুসহ কমিউনিটির আরো অনেককে অনুস্ঠান
উপভোগ করতে দেখা গেছে।
অনুষ্ঠানের খাবার এবং অন্যান্য আয়োজনে ছিলেন, আতিকুল হায়দার দেলোয়ার
হোসেইন, মুক্তার আলী, নজরুল ইসলাম এবং শামীম মজুমদার।
একই দিনে একাধিক অনুস্ঠান থাকলেও এ অনুস্ঠানে প্রবাসীদের উপস্হিতি ছিল চোখে
পড়ার মতো।
সন্ধায় সুবীর নন্দী স্মরন সভার প্রতি সম্মান জানিয়ে সন্ধ্যার আগেই এই
অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করে আয়োজকরাও স্মরন সভায় অংশগ্রহন করেন।
টোকিও
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |
|