প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

অন্তর নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় সুবীর নন্দী কে স্মরণ

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ১৯, ২০১৯ ।।

অন্তর নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় সুবীর নন্দী কে স্মরণ করেছে জাপান প্রবাসীরা।
সম্প্রতি প্রয়াত একুশে পদক প্রাপ্ত জাতীয় এই শিল্পী স্মরনে জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটি এক স্মরণ সভার আয়োজন করে।

১৬ জুন ২০১৯ রোববার প্রবাস প্রজন্ম জাপান এর ব্যানারে আয়োজিত শোক সভায় সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে তাদের প্রিয় এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে। উল্লেখ্য প্রবাস প্রজন্ম জাপান গুনী এই সংগীত শিল্পীকে প্রবাস প্রজন্ম সন্মাননা ২০১৩ ও বিশেষ সন্মাননা ২০১৪ প্রদান করে ।

নিয়াজ আহমেদ জুয়েল এর পরিচালনায় শোক সভার শুরুতেই প্রয়াত এই শিল্পীর প্রতি সম্মিলিত ফুলেল শ্রদ্ধার্ঘ জানানো হয় ।

এরপর তার বিদেহী আত্মার প্রতি সন্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় সম্প্রতি পরলোকগত বিভিন্ন গুনীজনের প্রতি ও সন্মান প্রদর্শন করা হয় । তাদের মধ্যে চিত্র জগতের টেলি সামাদ , সাংবাদিক মাহফুজুল্লাহ , নাট্যকার মমতাজ উদ্দিন সহ আরো অনেককেই ।

সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রবাস প্রজন্ম সন্মাননা জানানোয় সুবীর নন্দী কে বেঁছে নেয়া নিয়ে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন রাহমান মনি।

এছাড়াও স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন মোঃ নাজিম উদিন , কাজী ইনসানুল হক , অজিত কুমার বড়ুয়া, খন্দকার আসলাম হিরা , বিমান কুমার পোদ্দার ,শাম্মী আক্তার বাবলী , মীর রেজাউল করীম রেজা, সালেহ মোঃ আরিফ এবং সুখেন ব্রহ্ম প্রমুখ ।

সভা চলাকালীন এক পর্যায়ে সুবীর নন্দীর আত্মজা ফাল্গুনী নন্দী টেলিফোনে কাজী ইনসানের সাথে যোগাযোগের মাধ্যমে প্রবাসীদের এই আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার পিতার আত্মার শান্তি কামনা করতে অনুরোধ জানান । যা লাউড স্পীকারের মাধ্যমে সবাইকে শোনানো হয় ।

এরপর রাহমান মনির গ্রন্থনা এবং গোলাম মাসুম জিকো'র সম্পাদনা ও ধারা বর্ণনায় সুবীর নন্দীর উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় ।

শোক সভায় সাধারনত গান-বাজনা হয়না । কিন্তু সুবীর নন্দীর শেষ ইচ্ছা ছিল তার মরদেহের পার্শ্বে যেনো কেহ কান্নাকাটি না করেন এবং সবাই যেনো গানে গানে তাঁকে শেষ বিদায় জানায় । তাই তার শেষ ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর করা জনপ্রিয় গানের ভাণ্ডার থেকে সংগীত পরিবেশন করে প্রবাসীদের প্রিয় সাংস্কৃতিক সংগঠর "উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ"। যার সুচনা করা হয় নতুন প্রজন্ম'র শিশু শিল্পী তনুতা ঘোষ এর সংগীত পরিবেশনা দিয়ে ।

সংগীত অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরণ এর সিনিয়র শিল্পী সবার প্রিয় খন্দকার ফজলুল হক রতন।

যন্ত্রে সহযোগিতায় ছিল উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ ।
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]