জাপানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমিউনিটি রিপোর্ট ।। মে ২৮, ২০১৯ ।।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী স্মরণে এবং পবিত্র মাহে
রমজান উপলক্ষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করেছিল বিএনপি জাপান শাখা ।
২৬ মে টোকিওর কিতা সিটি হোকু তোপিয়া পেগাসাস হল –এ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে
বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী , সামাজিক,
সাংস্কৃতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ সহ সর্ব স্তরের প্রবাসীরা অংশ নিয়ে থাকে।
২৬ মে '১৯ রোববার শুধুমাত্র হোকু তোপিয়া'র আশেপাশে আরও তিনটি ইফতার মাহফিল থাকা
সত্বেও বিএনপির আয়োজনে উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। অনেক জাপানীও ইফতার মাহফিল এ
অংশ নিয়ে থাকেন ।
কোরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে রোজার মাহাত্ম্য গুরুত্ব এবং ফজিলত
সম্পর্কে ইফতার পূর্ব ধর্মীয় বয়ান করেন শিন মিসাতো মসজিদের ইমাম ও খতিব হাফেজ
মাওলানা মোঃ আরাফাত উল্লাহ। তিনি ১২মে '১৯ রোববার বাংলাদেশ আওয়ামীলীগ জাপান
আয়োজিত ইফতার মাহফিলে ধর্মীয় বয়ান ও মোনাজাত পরিচালনা করেন।
এছাড়াও শিশু দিয়ান ও কাজী দিহাম কোরআন তেলোয়াত করে ।
ধর্মীয় বয়ান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে মরহুম আরাফাত
রহমান কোকো'র জান্নাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ , দীর্ঘায়ু ও বন্দি
মুক্ত কামনা এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া
মাহফিলে মাওলানা আরাফাতুল্লাহ তিন তিন বারের প্রধানমন্ত্রী এবং বর্ষীয়ান
নির্দোষ একজন নাগরিকের অন্যায়ভাবে বন্দী জীবন থেকে মুক্তি কামনা করেন।
জাপান বিএনপি'র সভাপতি নুর এ আলম ( নুর আলী ) এবং সাধারন সম্পাদক মীর রেজাউল
করিম রেজা মুসল্লিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। শারীরীক
অসুস্থতা ( হাসপাতালে চিকিৎসাধীন ) সত্বেও নুর আলী চিকিৎসকদের অনুমতি নিয়ে দোয়া
ও ইফতার মাহফিলে যোগ দেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |