কামাতা মসজিদ-এর ইফতার মাহফিল
কমিউনিটি রিপোর্ট ।। মে
২৭, ২০১৯ ।।
জাপান প্রবাসী মুসলিম জাহান এর সন্মানে পবিত্র এই রমজান মাসে টোকিওর কিতা
সিটি কামাতা মসজিদ কমিটি এক ইফতার মাহফিল-এর আয়োজন করে ।
২৫ জুন শনিবার আয়োজিত ইফতার মাহফিল এ জাপানে বসবাসরত মুসলিম জাহানের
মুসল্লিরা অংশ নিয়ে থাকেন। স্বাভাবিক ভাবেই প্রবাসী বাংলাদেশীদের আধিক্য
ছিল চোখে পড়ার মতো । তার অন্যতম কারন ছিল মসজিদ পরিচালনা প্রবাসী
বাংলাদেশীরা করে থাকেন। যার নেতৃত্বের অগ্রনী ভুমিকা পালন করেন এমডি, এস,
ইসলাম নান্নু । আর এই নান্নু হচ্ছেন জাপান প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখের
সাথী। তাই , তার ডাকে দল-মত নির্বিশেষে সর্ব স্তরের প্রবাসীরা ইফতার মাহফিল
এ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন জাপানী মুসল্লিও।
এক পর্যায়ে মুসল্লিদের উপস্থিতি মসজিদ এর চারটি তলা সম্পূর্ণ হয়ে উপচে পড়লে
ছাদেও স্থান দিতে হয় আয়োজকদের।
কোরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে রোজার মাহাত্ম , গুরুত্ব ও ফজিলত
সম্পর্কে ইফতার পূর্ব ধর্মীয় বয়ান দান করেন কামাতা মসজিদে তারাবী নামাজের
ইমাম মোঃ মোবারক হোসেন । দোয়া মাহফিল পরিচালনা করেন কামাতা মসজিদের ইমাম
মাওলানা মোঃ হাবিবুর রহমান।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |