প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

৭ই মার্চ-এর ভাষণ,বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাপান আওয়ামীলীগের আলোচনা সভা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ১২, ২০১৯ ।।

ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখা এক আলোচনা সভার আয়োজন করে।

১০মার্চ টোকিওর কিতা সিটি হিগাশি তাবাতা চিইকি সেন্টার-এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাপান শাখা আওয়ামীলীগের সভাপতি সালেহ মোঃ আরিফ।

সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ এর পরিচালনায় মঞ্চে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরা .

আলোচনা সভায় অংশ নিয়ে দিবসগুলোর তাৎপর্যে বক্তব্য রাখেন কামরুল আহসান জুয়েল, মাসুদ পারভেজ ফিরোজ, ডাঃ শাহরিয়ার এম শামস সামী, ডাঃ তাজবীর আহমেদ সাজিদ, তপন ঘোষ , মাসুদ আলম, রাহমান মনি, ডঃ এ বি এম রফিকুল ইসলাম, ডাঃ খলিলুর রহমান, চৌধুরী সাইফুর রহমান লিটন, সাকুরা মাসুদ, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, মোল্লা অহিদুল ইসলাম, বিমান কুমার পোদ্দার, হারুন উর রশীদ, সনত কুমার বরুয়া, খন্দকার আসলাম হিরা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে মার্চ একটি গুরুত্বপূর্ণ মাস। ১৭ইমার্চ জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম হয়েছিল বলেই ৭ই মার্চ হয়েছিল। আর ৭ই মার্চ এর হাত ধরেই ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা। ৭ই মার্চের ভাষণ একটি অমর কবিতা, যার প্রতিটি শব্দ গবেষণার দাবী রাখে।

বিশ্বের বড় বড় নেতাদের ভাষণ যেমন আব্রাহাম লিঙ্কন কিংবা মারটিন লুথার এর ভাষণ পূর্ব থেকে লিখা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ লিখিত ছিল না। ছিল বাংলা মায়ের, বাঙ্গালীদের মনের কথার বহিঃপ্রকাশ।

বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ শুধু একটি রাজনৈতিক দল নয় , এটি একটি অনুভুতি। হাজারো শহীদের রক্ত,জাতির পিতার রক্ত, চার জাতীয় নেতার রক্ত। হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ, আন্দোলন সংগ্রামে যে অনুভূতির সৃষ্টি হয়েছে, সেই অনুভূতির নাম হচ্ছে আওয়ামীলীগ। আওয়ামীলীগ কর্মীদের কেনা বেচা যায় না। আওয়ামীলীগ কর্মীরা দুঃখ পায়, আঘাত পায়, অভিমান করে কিন্তু আওয়ামীলীগ থেকে দূরে সরে যায় না।
 

সব শেষে সভাপতি সালেহ মোঃ আরিফ তার ধন্যবাদ ও সমাপনী বক্তব্যে ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর উপর বিস্তারিত আলোচনা করেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]