ময়না তদন্ত শেষঃ আজ শামীমা আকতারের
লাশ হস্তান্তর; লাশ দেশে পাঠাতে বিড়ম্বনা
কমিউনিটি
রিপোর্ট ।। মার্চ ১২, ২০১৯ ।।
সাইতামা'তে স্বামীর হাতে নিহত শামীমা আকতারের লাশ আজ পুলিশ তার ভাই রুহুল
আমিনের কাছে হস্তান্তর করছে। তার হত্যাকারী স্বামী বিএম শাহাদাত হোসেন'কে
পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
এদিকে রুহুল আমিন জানিয়েছেন তিনি বোনের লাশ দেশে পাঠাতে চান। টোকিও'র
বাংলাদেশ দূতাবাস তাকে কোনো ধরনের আর্থিক সহযোগীতা করতে অপরাগতা প্রকাশ
করেছে। রুহুল আমিন নিজের থেকে কিছুটা যোগাতে সক্ষম হলেও দেশে পাঠাতে তার আরো
প্রায় ৫০ মানের মতো প্রয়োজন।
ইতালির রোমে এক চাইনিজ রেস্তোরায় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সম্প্রতি
বলেছেন "মৃত প্রবাসীদের লাশ দেশে পাঠাতে আর ভিক্ষা করতে হবে না, সরকার
সম্পূর্ণ খরচ দিয়ে তাদের লাশ দেশে আনবে"। অথচ এ রকম অসহায় পরিস্থিতিতে পড়া
এক নিরিহ প্রবাসীর ক্ষেত্রে দূতাবাসের রহস্যজনক নিরবতা সরকারের অবস্থানকে
প্রশ্নবিদ্ধ করেছে।
শামীমা আকতারের লাশ দেশে পাঠাতে সকলের সহযোগীতা কামনা করেছেন তার ভাই রুহুল
আমিন। আগ্রহীদের
community@skynetjp.com এই ইমেইলে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
আগামী বৃহস্পতিবার টোকিও'র ওৎসুকা মসজিদে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হওয়ার
কথা রয়েছে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |