প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

ওকিনাওয়ার যুদ্ধঃ মানব বিপর্যয়ের আরেকটি অন্ধকার যুগ

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ২৬, ২০১৫ ।।

ওকিনাওয়ার যুদ্ধে লক্ষ লক্ষ সাধারণ নাগরিকরা শেষ পর্যন্ত লড়াই করার মনবৃত্তি নিয়ে যুদ্ধে নামা দুই বৃহৎ সেনাবাহিনীর সশস্ত্র লড়াইয়ের মধ্যে নিক্ষিপ্ত হন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের মার্চে আমেরিকার নেতৃত্বে মিত্রবাহিনী জাপানের মূল ভূখন্ড থেকে অদূরে কৌশলগত দ্বীপ ওকিনাওয়া দখলের জন্যে অভিযানে নামে।

আমেরিকা এ জন্যে প্রায় ৫ লক্ষাধিক সেনা নিয়োজিত করে, দ্বীপে অবস্থিত জাপানি সেনাদের তুলনায় এই সংখ্যা বহু গুন বেশি। দুই পক্ষ কামান, রকেট এবং ট্যাংক নিযুক্ত করে।

জাপানি সেনাবাহিনীর নেতৃত্ব যুদ্ধকে দীর্ঘায়িত করার নির্দেশ দেন। তারা মূল ভূখন্ডে মার্কিন হামলার আগে নিজেদেরকে প্রস্তুত করার জন্যে সময় চাচ্ছিলেন। জাপানি সেনা কর্মকর্তারা নারী ও শিশু সহ হাজার হাজার সাধারণ নাগরিককে যুদ্ধের ময়দানে টেনে আনেন। দুই মাসের মধ্যে মার্কিন বাহিনী প্রিফেকচারের রাজধানীতে চলে আসে, বর্তমানে রাজধানীটি নাহা নামে পরিচিত -সেটি ধ্বংসস্তুপের শহরে পরিনত হয়।

জাপানি কমান্ডাররা দ্বীপের দক্ষিণাংশের প্রান্ত থেকে সেনা প্রত্যাহার করে পিছনে নিয়ে আসে। দক্ষিণে অবস্থান করা সাধারণ নাগরিকরা এ সময় আটকা পড়েন।

মার্কিন বাহিনীর উপর আত্মঘাতী হামলা চলতে থাকে এবং তারা সামরিক ও বেসামরিক জনগনের মধ্যে পার্থক্য করা বন্ধ করে দেয়। তারা বিভিন্ন গুহা গুলোতে বোমা নিক্ষেপ করতে শুরু করে যে গুলোতে আশ্রয় নিয়েছিলেন অনেক বেসামরিক নাগরিক।

সে দিন গুলোতে বেঁচে যাওয়া মানুষরা বলেছেন, গুহার ভেতরের অবস্থা বাস্তবে ছিলো নারকীয়। ক্ষুধার্ত মানুষজন নোংরা মলমূত্রের মধ্যে বাস করছিলেন। আহতদের আর্তচিৎকারে সরু স্থান গুলো ভরে ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, জাপানের সেনারা ক্রন্দনরত শিশু ও আহতদেরকে হত্যা করেন, কিশোরী ও নারীরা আত্মহত্যা করতে শুরু করেন। জাপানি কমান্ডারদের ওকিনাওয়া'তে সংগঠিত যুদ্ধের অবসান ঘটে ১৯৪৫ সালের জুনের ২৩ তারিখ। এরপর তারাও আত্মহত্যা করতে শুরু করেন।

যুদ্ধ শেষে ১২ হাজার আমেরিকান সেনা, ৬৫ হাজার জাপানি সেনা এবং ১ লক্ষ ২০ হাজারের বেশি ওকিনাওয়াবাসী নিহত হন। ঘটনার পুরো চিত্র এখনো দুঃস্বপ্নের মতো মানুষের মনে ভাসছে। এনএইচকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]