প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

"বাংলাদেশ ওম্যান'স এসোসিয়েশন, জাপান" আয়োজিত ২য় চ্যারিটি বাজার অনুষ্ঠিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ২০, ২০১৯ ।।

জাপানে দ্বিতীয়বারের মতো জাপান প্রবাসী বাংলাদেশী নারীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চ্যারিটি বাজার । অত্যন্ত সফল এ আয়োজনটি বাংলাদেশ ওমেন'স এসোসিয়েশন জাপান এর ব্যানারে অনুষ্ঠিত হলেও সর্বস্তরের প্রবাসীরা এতে স্বতস্ফূর্ত ভাবে অংশ নেন ।

চ্যারিটি বাজার এ মুলত নারী উদ্যোক্তাদের রকমারি পসরার স্টল থাকলেও এর পেছনের কুশীলবদের সবাই ছিলেন নর।

চ্যারিটি বাজারের উদ্ভোধনী ঘোষণা করেন সহসভানেত্রী রুমানা রউফ সোমা।

চ্যারিটি বাজার মোট ১৪ টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের পসরা সাজিয়ে বসেন । এই সব পসরার মধ্যে , ফ্যাশন , বুটিক , বই , ঘড়ি , আসবাব পত্র , নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জুয়েলারী , বাংলাদেশে উৎপন্ন পণ্য সহ জাপানে ঘরে বানানো হরেক রকমের খাবার সামগ্রীর সমাহার ছিল । খাবারের স্টল গুলিতে উপচে পড়া ভীর ছিল লক্ষনীয় । তবে , স্টল মালিকদের সাথে আলাপ করে জানা যায় ,তাদের সকলের লক্ষ্য পূর্ণ হয়েছে । শেষ সময়ে খাবারের স্টল গুলিতে খাবার ও পাওয়া যায়নি । তার আগেই শেষ হয়ে যায় ।
 

 


জাপান প্রবাসী মহিলাদের দ্বারা পরিচালিত অনলাইন শপিং ব্যবসায়ীরা চ্যারিটি বাজারে বিভিন্ন পসরা সাজিয়ে বসেন। এসব পসরার মধ্যে বুটিক, তৈরি পোশাক, কুটির শিল্প, চামড়া ও পাটজাত সামগ্রী, বিভিন্ন গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, এক্সেসরিজ , বাংলাদেশে উৎপন্ন পণ্য, জাপানে মহিলাদের হাতে তৈরি বিভিন্ন মুখরোচক খাবার, ফ্যাশন , জুয়েলারি সামগ্রী ,শাড়ী ছিল প্রধান । এর মধ্যে 'সুপ্রভা ফ্যাশন হাউজ' প্রথম থেকেই অন্যরকম আকর্ষণে পরিণত হয়ে । শুরু থেকে শেষ পর্যন্ত সকলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয় স্টলটি ।

বাংলাদেশ ওমেন'স এসোসিয়েসন জাপান কর্তৃক আয়োজিত চ্যারিটি বাজার এ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানস্থ লেবাননের রাষ্ট্রদূত নিদাল ইয়াহিয়া এবং জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি , বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাস্ত্রদুত , মাতসুশিরো হোরিগুচি । এছাড়াও দুতাবাসের অন্যান্য কর্মকর্তা গন লেবাননের রাষ্ট্রদূত নিদাল ইয়াহিয়া পত্নী উপস্থিত ছিলেন ।

সংগঠনের সভানেত্রী জেসমিন সুলতানা কাকলী আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্যের পর আমন্ত্রিত অতিথি ছাড়াও স্থানীয় প্রবাসী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন , সহসভানেত্রী রুমানা রউফ সোমা , সাধারন সম্পাদিকা সুবর্ণা মিত্র,যুগ্ম সম্পাদিকা আসমা আকতার পারভীন , প্রচার সম্পাদিকা সুমী চৌধুরী, দফতর সম্পাদিকা রোকেয়া পারভীন তানিয়া এবং উপদেষ্টা মুনশী রোকেয়া সুলতানা আজাদ ।

শুভেচ্ছা বক্তব্যে সকলে সাফল্যে উজ্জীবিত সংগঠনটি এই ধারা বজায় রাখার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ।

শুভেচ্ছা বক্তব্য শেষে স্বরলিপি কালচারাল একাডেমীর সদসরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ।

বাংলাদেশ ওমেন'স এসোসিয়েশন জাপান আয়োজিত চ্যারিটি বাজার আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র । ৫০০ ইয়েন এর বিনিময়ে র‍্যাফেল ড্র'র টিকেট কিনে অংশ নিতে হয়েছে আগ্রহীদের ।

র‍্যাফেল ড্র'র আকর্ষণীয় প্রথম পুরস্কার ডেস্টিনি ইনক পরিবেশিত ব্রান্ড এর ঘড়িটি জিতে নেন মাহবুবুল হক ( ব্যাতিক্রম হালাল ফুড ) । শিশুদের দিয়ে র‍্যাফেল ড্র' করানো হয় ।

অনুষ্ঠান পরিচালনা করেন তনুশ্রী গোলদার বিশ্বাস ।

চ্যারিটি বাজার থেকে আয়কৃত অর্থ প্রায় পাঁচ লাখ ইয়েন ( শেষ খবর পাওয়া পর্যন্ত সঠিক হিসেব নিরুপন এখনো সম্ভব হয়নি ) বাংলাদেশের নওগাঁ জেলার সুবিধা বঞ্চিত সাঁওতাল পল্লীতে টিউবয়েল স্থাপন , সেলাই মেশিন প্রদান এবং কমিউনিটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার কথা সংগঠন সূত্রে জানা যায়।

উল্লেখ্য বাংলাদেশ ওমেন'স এসোসিয়েশন, জাপান নারীদের সার্বিক সহযোগিতায় উদবুদ্ধ হয়ে ১২ ফেব্রুয়ারি ২০১৭ তে লাউঞ্চিং এর মাধ্যমে তার পথযাত্রা শুরু করে। এরপর সাধারন সভার মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়। সাত সদস্যা বিশিষ্ট কার্যকরী পর্ষদ এবং তিন সদস্যা বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠলগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তাদের অবস্থান জানান দিয়ে আসছে।   

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]