প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

হিগাশি জুজো মসজিদ এর ইমামের পরলোক গমন, প্রবাসীদের মাঝে শোকের ছায়া

 

 


কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২২, ২০১৯ ।।

টোকিওর কিতা সিটি হিগাশি জুজো মদিনা মসজিদের পেশ ইমাম আহমেদ নজির মোহাম্মদ এর আকস্মিক মৃত্যুতে ( ইন্নাল ইল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ) জাপান প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।

বেশ কিছুদিন যাবত তিনি নিউমোনিয়াতে ভুগতে ছিলেন । এর মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে ২০ জানুয়ারি দুপুরে অসুস্থ বোধ করলে প্রবাসীদের সহায়তায় এম্বুলেঞ্চ-এ করে 'টেকিও দাই হাসপাতালে' নিয়ে গেলে সন্ধ্যা ৬.২০ এর সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । হাসপাতাল নেয়ার পথেই এম্বুলেঞ্চ এর ভিতর তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় বলে চিকিৎসক সূত্রে জানা যায় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর । তিনি ৩ মেয়ে , ২ ছেলে এবং স্ত্রী রেখে যান ।

স্ত্রী সন্তানরা নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জে বসবাস করলেও নজির মোহাম্মদ জাপানে একা থাকতেন । হিগাশি জুজো মসজিদেই থাকতেন ।

২০১৩ সালে তিনি প্রথমে হিগাশি জুজো মসজিদে তারাবী নামাজ পড়ানোর আমন্ত্রনে জাপান আসেন । এরপর ২০১৬ সালের জুন মাসের ২৪ তারিখ মাক্কি মসজিদের ইমাম হিসেবে ওয়ার্কিং ভিসা নিয়ে জাপান আসেন । পরে হিগাশি জুজো মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ।

এছাড়াও তিনি জাপানের বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করে আসছিলেন । জনাব নজির মোহাম্মদ কানতো এলাকার মসজিদ গুলির ইমামদের অভিভাবক হিসেবে সবার শ্রদ্ধার পাত্র ছিলেন ।

২০ জানুয়ারি রাত ১১.১৫ তে মাক্কি মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় । তীব্র শীত উপেক্ষা করে তার জানাজা নামাজে শত শত প্রবাসী শরীক হন ।

২২ জানুয়ারি দিবাগত রাতে তার মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে জাপান ত্যাগ করবে । সেখানে দ্বিতীয় জানাজা শেষে নিজ জন্মভুমিতেই তাঁকে দাফন করা হবে ।

প্রবাসীদের সহযোগিতায় তার মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয় । টোকিও দুতাবাসও তড়িৎ সহযোগিতা করে প্রবাসীদের পার্শ্বে দাঁড়ায় ।  
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]