প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন এবং সৈয়দ আশরাফুল ইসলাম কে শ্রদ্ধা ভরে স্মরণ
 


কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ১৩, ২০১৯ ।।

মহান স্বাধীনতার স্থপতি , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম তনয় , বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক , সাবেক মন্ত্রী সম্প্রতি প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জাপান শাখা আওয়ামীলীগ ।

১৩ জানুয়ারি ২০১৯ রোববার টোকিওর কিতা সিটি হিগাশি তাবাতা চিইকি সেন্টার এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাপান শাখা আওয়ামীলীগের সভাপতি সালেহ মোঃ আরিফ । এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সনত বড়ুয়া এবং সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরা ।

সভার শুরুতে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন যুগ্ম সম্পাদক মোল্লা ওয়াহেদুল ইসলাম ।

সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ এর পরিচালনায় আলোচনায় অংশ নিয়ে দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন , চৌধুরী সাইফুর রহমান লিটন , চৌধুরী শাহীন , বাবুল তালুকদার , মরিতা মনি , দেবু বাগচি , মোল্লা আলমগীর হোসেন , তপন ঘোষ , মাসুদ আলম , আব্দুর রাজ্জাক , ডঃ রফিকুল ইসলাম , সেতু আলমগীর , জাকির হোসেন জোয়ারদার , ওয়াহেদুল ইসলাম মোল্লা , খন্দকার আসলাম হিরা ,সনত বড়ুয়া প্রমুখ ।

সব শেষে সভাপতি সালেহ মোঃ আরিফ এর ধন্যবাদ জ্ঞ্যাপন এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

সমাপনী বক্তব্যে সভাপতি সালেহ মোঃ আরিফ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরেন ।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সালেহ মোঃ আরিফ মাসব্যাপী বাংলাদেশ সফর শেষে আজ ই ( ১৩ জানুয়ারি '১৯ ) জাপান এসে পৌঁছেন এবং আলোচনা সভায় যোগ দেন ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]