প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপানে বহুদেশীয় সাংস্কৃতিক উৎসবে আলোকিত বাংলাদেশ

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১৮, ২০১৮ ।।

জাপানে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বহুদেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব ২০১৮ ।

গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান –এর আয়োজনে এবারের আয়োজনটির নাম দেয়া হয়েছিল "মাল্টি কালচারাল ওয়ান ফ্যামিলি ফেস্টিভ্যাল ২০১৮"।

১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার ফেস্টিভ্যাল এ অংশ নিয়ে প্রাবাসী বাংলাদেশী শিশু শিল্পীরা বাংলাদেশের মান উজ্জ্বল সহ ভূয়সী প্রশংসা কুঁড়াতে সক্ষম হয় ।

প্রতিবারে অংশ নেয়া স্বরলিপি কালচারাল একাডেমী টোকিওর শিশু শিল্পীদের দলীয় নৃত্ত ছাড়াও এবার একক নৃত্তে অংশ নিয়ে শিশুরা দর্শকদের তাক লাগিয়ে দিতে সক্ষম হয় । বিভিন্ন দেশের দর্শকরা বাংলা গানের সাথে বাংলাদেশ বাংলাদেশ বলে আওয়াজ তুলে মুখরিত হন । অংশ নেয়া শিশু শিল্পীরা হলেন , ভাগ্যশ্রী পাল তিথি , কথাশ্রী বিশ্বাস তন্বী , নাশরাহ আহমেদ এবং নিশাদ হায়দার লামিয়া প্রমুখ ।

টোকিওর সুমিদা কু মনযেননাকাচো তে আয়জিত ফেস্টিভ্যাল শুভ সূচনা করেন আয়োজন কমিটির সভাপতি মিস রেইকো ইশিই । শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি নোএমি ইনোউএ এবং অভিনেত্রী কেইকো কোবায়েশি ।

বিভিন্ন দেশের শিল্পীরা তাদের দেশীয় সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে দিনব্যাপী আয়োজন কে মাতিয়ে মাতিয়ে রাখেন ।

প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত ব্যাবসা প্রতিষ্ঠান রিও ইন্টারন্যাশনাল , আইশোদো কো., লিমিটেড , পদ্মা কো., লিমিটেড ,চৌধুরী ট্রেডিং ইন্টারন্যাশনাল এবং সাদিয়াটেক কো., লিমিটেড বরাবরের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়ে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তুলেন ।

বহুদেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব ২০১৮ এর ভাইস চেয়ার সাপ্তাহিক জাপান প্রতিনিধি রাহমান মনি সকলকে ধন্যবাদ জানিয়ে জাপানে অনুষ্ঠিতব্য ২০১৯ এর ওয়ার্ল্ড কাপ রাগবী , ২০২০ এর টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক ও ২০২৫ এর কানসাই বিশ্ব বানিজ্য মেলার সাফল্য কামনা সহ আবার দেখা হবে ২০১৯ –এ আশাবাদ ব্যাক্ত করে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]