স্বরলিপি কালচারাল একাডেমী টোকিও'র বার্ষিক বনভোজন ২০১৮ অনুষ্ঠিত
কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১১, ২০১৮ ।।
জাপান প্রবাসীদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি কালচারাল একাডেমী
টোকিও'র বার্ষিক বনভোজন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে ।
কনকনে শীতের মধ্যেও ৯ ডিসেম্বর '১৮ টোকিওর অদূরে কানাগাওয়া প্রিফেকচার এর
ইয়োকোহামা সিটি মুসাশি কোসুগিতে আয়োজিত বার্ষিক বনভোজনে স্বরলিপি'র এক ঝাঁক
শিশুকিশোর সহ প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ , শিক্ষক শিক্ষিকা বৃন্দ ,
আমন্ত্রিত অতিথিবৃন্দদের সাথে যোগ দিয়েছিলেন জাপানস্ত বাংলাদেশের
রাস্ত্রদুত রাবাব ফাতিমা এবং প্রথম সচিব মোঃ বেলাল হোসেন ।
বনভোজন নাম দেয়া হলেও এটি আসলে নিছক বনভোজন নয় । প্রবাসে জন্ম নেয়া
শিশুকিশোরদের বছরব্যাপী নিজ দেশের ঐতিহ্য , সংস্কৃতি ও ভাষা শিক্ষা শেষে
বিনোদনের মাধ্যমে উৎসাহিত করার প্রয়াসে এ আয়োজনটি করে থাকে স্বরলিপি । এবছর
প্রাক্তন দুইজন জাপানিজ শিক্ষার্থীদের আমন্ত্রন জানিয়ে সন্মানিত করা হয় ।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা শিক্ষার্থীদের হাতে স্বরলিপি'র পক্ষে উপহার সামগ্রী
তুলে দেন ।
এ ছাড়াও জাপানিজ ভাষায় অনুবাদকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন
ভিত্তিক গ্রাফিক নভেল 'মুজিব'দূতাবাসের পক্ষ থেকে স্বরলিপি'র শিক্ষার্থীদের
হাতে তুলে দেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ।
আর এর পেছনে স্বরলিপি স্কুল পরিচালনা ও সমন্বয় পর্ষদ এর তপন পাল ও তনুশ্রী
বিশ্বাস এর তত্ত্বাবধানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং নেপথ্যের
কারিগর হিসেবে সর্বজন শ্রদ্ধেয় মুনশী আজাদ ও রেনু আজাদ দম্পতি এবং
স্বরলিপি'র অধ্যক্ষ নাসেরুল হাকিম অক্লান্ত শ্রম দিয়ে থাকেন ।
দিনভর বিভিন্ন মুখরোচক খাবার গ্রহন , বিভিন্ন গেইম ও বিনোদন মূলক আয়োজনে
অংশ গ্রহন এবং আড্ডার মাধ্যমে শিশুকিশোরদের সাথে বড়রা মেতে উঠতে দেখা যায়
বার্ষিক এ আয়োজনে ।
বিনোদন মূলক আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান , ঝুড়িতে বল নিক্ষেপ ,
মিউজিক্যাল পিলো এবং সব শেষে সবার অংশগ্রহনে বিংগো গেইম । প্রতিটি আয়োজনেই
পুরস্কৃত করা হয় । এছাড়াও অংশগ্রহণকারী সকল শিশুকিশোরদের বিশেষ পুরস্কার
দেয়া হয় ।
মিউজিক্যাল পিলো গেইমে ছোট্টমণি সেঁজুতি ব্রহ্ম প্রথম পুরস্কার এবং মুনশী
রোকেয়া সুলতানা রেণু রানার আপ পুরস্কার লাভ করার গৌরব অর্জন করেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |