প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

টোকিওতে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাতিক্রমধর্মী আয়োজন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১০, ২০১৮ ।।

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

'বাংলাদেশ হিরোমেরু কাই'এর ব্যানারে আয়োজিত "শব্দ গাঁথায় বংবন্ধু" শিরোনামে আয়োজনটির নেপথ্যের কারিগর ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল।

৯ ডিসেম্বর টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার এ আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌটুসি দত্ত ।

বঙ্গবন্ধুর জীবনালেখ্যে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক , কাজী ইনসানুল হক , এ বি এম রফিকুল ইসলাম , মাসুদ পারভেজ প্রমুখ ।

অনুষ্ঠানে খন্দকার ফজলুল হক রতন এর পরিচালনায় উত্তরণ এর শিল্পীরা বঙ্গবন্ধু কে নিয়ে লিখা বিভিন্ন গান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন গান পরিবেশণ করে ।

সব শেষে নিয়াজ আহমেদ জুয়েল সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তে বৃহৎ আকারে অনুষ্ঠান আয়োজন সহ নিয়মিত ভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন । 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]