|
স্বরলিপি'র বার্ষিক ধন্যবাদ জ্ঞাপন দিবস ২০১৮
কমিউনিটি রিপোর্ট ।।
অক্টোবর ৩০, ২০১৮ ।।
জাপান প্রবাসীদের অত্যন্ত প্রিয় সাংস্কৃতিক সংগঠন "স্বরিলিপি কালচারাল একাডেমী
, টোকিও এ বছর ও তাদের বার্ষিক ধন্যবাদ জ্ঞাপন দিবস পালন করেছে ।
বার্ষিক ধন্যবাদ জ্ঞ্যাপন দিবসটি মুলত স্বরলিপি'র দীর্ঘ দিন পথ চলায় যে সমস্ত
বন্ধু , সুহৃদ , শুভানুধ্যায়ী , পৃষ্ঠপোষক , সহযাত্রীদের সহযোগিতা করে আসছে
তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর প্রয়াস । এবছর তার সাথে আমন্ত্রন জানানো হয়েছিল
জাপান প্রবাসীদের দ্বারা পরিচালিত বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক , রাজনৈতিক ,
ধর্মীয় , ব্যাবসায়ীক , পেশাজীবী ও আঞ্চলিক সংগঠন সমূহের নেতৃবৃন্দদের ।
টোকিওর অদূরে চিবা প্রদেশের সমুদ্র পাড়ে , ছায়া ঘেরা সবুজ চত্বরে ধন্যবাদ
জ্ঞ্যাপন দিবস উপলক্ষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়েছিল স্বরলিপি'র পক্ষ থেকে
।
২৮ অক্টোবর '১৮ স্বরলিপি'র আহ্বানে সর্বস্তরের প্রবাসীদের সাথে বাংলাদেশ
দুতাবাস কর্মকর্তাবৃন্দ । জাপানীজ অতিথীদের উপস্থিতি লক্ষ্যনীয় ।
স্বরলিপির অধ্যক্ষ এমডি নাসিরুল হাকিম এক সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
শরৎকালের চমৎকার আবহাওয়ায় মনোরম পরিবেশে স্বরলিপি'র আন্তরিক আতিথেয়তা উপস্থিত
অতিথিবৃন্দ মনে রাখবেন বেশ । খাবারের পরিবেশনায় ঘরোয়া আমেজ এবং রকমারী স্বাদ
ভুলার নয় । সেই সাথে পড়ন্ত বিকেলে বিশেষ ঢালী বাবুর পরিচালনায় সাংস্কৃতিক
পরিবেশনার সাথে চা-নাস্তার সাথে ঘরে বানানো মিষ্টান্ন এবং ঝাল মুড়ি ব্যাস্ততম
প্রবাস জীবনে ছিল অমৃতের স্বাদ । যদিও প্রতিটি খাবার ই স্বরলিপির সদস্যদের
আন্তরিকতার ছোঁয়ায় ঘরে বানানো হয়েছিল ।
শুধু কি তাই ! রসনা পরিবেশনায় মনোযোগ দেয়া হয়েছিল শিশুদের প্রতি ও । তাই তাদের
জন্যও মুখরোচক খাবার রাখা হয়েছিল খাবারের মেন্যুতে । এক কথায় দেশী/বিদেশী , ছোট
বড় সকলের কথা চিন্তা করেই পরিবেশন করা হয় মধ্যাহ্ন ভোজ ।
মনোরম পরিবেশে এত সুন্দর আয়োজনে, খাবারে আন্তরিক আপ্যায়নের জন্য স্বরলিপি
কালচারাল একাডেমীকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি আমন্ত্রিত অতিথিবৃন্দ । তাই
, অনেকেই বলতে বাধ্য হন এই বলে যে , ধন্যবাদ জানাতে গিয়ে স্বরলিপি নিজেরাই
ধন্যবাদ প্রাপ্য হয়ে গেছে । ধন্যবাদ স্বরলিপি'কে ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|