প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

আইয়ুব বাচ্চু স্মরণে টোকিওতে শোক সভা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ২৯, ২০১৮ ।।

বাংলাদেশের জনপ্রিয় ব্যন্ড তারকা আইয়ুব বাচ্চুর অকাল মৃত্যুতে টোকিওতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় জাপান প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত স্মরন সভায় দলমত নির্বিশেষে সংস্কৃতিমনা প্রবাসী নেতৃবৃন্দগণ উপস্থিত হয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন ।

কাজী ইনসানুল হক এর পরিচালনায় সভার শুরুতেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধ্বা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

উপস্থিত নেতৃবৃন্দদের মধ্য থেকে মুনশী আজাদ , সুখেন ব্রহ্ম , খন্দকার ফজলুল হক রতন , মুহিত , আলি জাবেদ মোঃ জালাল , যেরোম গোমেজ , শাহীন , লিপু , সালেহ মোঃ আরিফ , এমডি. নাসিরুল হাকিম , গোলাম মাসুম জিকো , নারমীন হক , মোঃ নাজিম উদ্দিন , শেখ বাদল , মীর রেজাউল করীম রেজা , জাকির হোসেন জোয়ারদার , নুর খান রনি প্রমুখ বক্তব্য রাখেন ।

স্মরন সভায় সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুর উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও তাঁর সন্মানে গোমেজ, রতন এবং বাদল খালি গলায় এবং মুহিত গীটার এ গান গেয়ে শ্রদ্ধ্বা জানান ।

সার্বিক আয়োজনের নেপথ্যের কারিগর ছিলেন গোলাম মাসুম জিকো।  

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]