প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

'পারিবারিক নির্যাতন' নিয়ে টোকিও'তে সেমিনার

 

 

জাপানে প্রথমবারের মতো প্রবাসীদের আয়োজনে পারিবারিক নির্যাতন বিষয়ক ব্যাতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ ওম্যান্স এসোসিয়েশন অব জাপান এর আয়োজনে ২১ অক্টোবর রোববার টোকিওর তাকিনোগাওয়া বুনকা সেন্টার এ আয়োজিত সেমিনারে মূল বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়েদা আফরোজা আলম ।


বাংলাদেশ ওম্যান্স এসোসিয়েশন অব জাপান এর সভানেত্রী জেসমিন সুলতানা কাকলী'র সভানেত্রীত্বে এ সময় মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন উপদেষ্টা মুনশী রোকেয়া সুলতানা রেনু ।

বাংলাদেশ ওম্যান্স এসোসিয়েশন অব জাপান এর আয়োজনে হলেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক , রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে রুমানা রউফ সোমার স্বাগত ও সূচনা বক্তব্যে সেমিনারটি প্রানবন্ত হয়ে উঠে ।

সকলেই খোলা মনে আলোচনায় অংশ নিয়ে মূল বক্তা এডভোকেট সৈয়েদা আফরোজা আলম কে পারিবারিক নির্যাতন নিয়ে বিভিন্ন আইনী ব্যাখ্যা জানতে চান । পারিবারিক নির্যাতনের জন্য পুরুষ শাসিত সমাজকে দায়ী করা হলে উপস্থিত পুরুষ সদস্যরা তার বিপরীতে বিভিন্ন উদাহরণ টানেন যার যুক্তিতে একজন নারীর উপর আরেক জন নারীর নির্যাতনের মাত্রা পুরুষের চেয়ে বেশী বলে প্রমানিত হয় ।

এডভোকেট সৈয়েদা আফরোজা আলম তার দীর্ঘ আইনপেশা জীবনে পারিবারিক নির্যাতন সংক্রান্ত নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেন ।

তবে , সাংসারিক জীবনে উভয়ে উভয়ের প্রতি আরও বেশী শ্রদ্ধ্বাশীল হয়ে বিশ্বস্ততা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে গেলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ই এড়িয়ে যাওয়া সম্ভব বলে সকলে ঐক্যমত পোষণ করেন ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]