প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান'র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ১৬, ২০১৮ ।।

জাপানে বাংলাদেশ সোসাইটি খ্যাত মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি জাপান'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৪ অক্টোবর '১৮ সাইতামা কেন এর মিসাতো সিটি মিসাতো চুয়ো সোকাইজো হলে আয়োজিত সাধারণ সভা তে বিভিন্ন শহর থেকে মুন্সিগঞ্জ – বিক্রমপুর বাসীরা উপস্থিত ছিলেন ।
মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার এর সভাপতিত্বে সাধারন সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম নান্নু । তাকে সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন রতন । আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন রাহমান মনি , সাদ্দাম হোসেন , রাসেল মাঝি , নজ্রুল ইসলাম রনি , মোল্লা দেলোয়ার হোসেন , আজম খান , আকতার হোসেন , দেলোয়ার হোসেন দফতরী , মোল্লা আলমগীর হোসেন , বাবু ঢালী , আলমগীর হোসেন মিঠু , অহিদুল ইসলাম মোল্লা , মাহবুবুর রহমান , মোঃ মাসুদ পারভেজ , মোফাজ্জল হোসেন , রনি সেখ , মীর রেজাউল করিম রেজা , নাজমুল হোসেন রতন , মোঃ সহিদুল ইসলাম নান্নু প্রমুখ ।
সভায় বিগত দিনে বিভিন্ন আয়োজনের চুলচেরা বিশ্লেষণ সহ আগামীতে সংগঠন পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক প্রস্তাব পেশ করেন সর্ব স্তরের সদস্যরা।
সভাপতি এবং সাধারন সম্পাদক কে কাছে পেয়ে সাধারন সদস্যরা বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন । প্রস্তাবনাগুলোর মধ্যে,পর্যায়ক্রমে জাপানের বিভিন্ন শহরে নিয়মিত ভাবে সাধারন সভার আয়োজন করা , সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা , সংগঠন কে এনজিও/এনপিও করার উদ্যোগ নেয়া , সংগঠনের নামে ব্যাংক/পোস্ট একাউন্ট খোলা, মাসিক চাঁদা নির্ধারণ করে কার্যকরী পরিষদের সদস্যদের কাছ থেকে তা নিয়মিতভাবে আদায় করা , মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা হিসেবে জাপানে একটি কবরস্থান প্রতিষ্ঠা করা ।
সভাপতি এবং সাধারন সম্পাদক সকলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দান করেন ।
সব শেষে সভাপতি বাদল চাকলাদার ধন্যবাদ জ্ঞ্যাপন করে সমাপনী বক্তব্য রাখেন ।
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]