প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে বিএনপি'র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
 

 

কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ১৮, ২০১৮ ।।

জাপান শাখা বিএনপি'র আয়োজনে দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল' (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি জিয়া পরিবারের সদস্যরাই নেতৃত্ব দিয়ে আসছে । সেই থেকে দলের প্রতিটি প্রতিষ্ঠা বার্ষিকীতেই জিয়া পরিবারের উপস্থিতি দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করেছে ।

কিন্তু , এই প্রথম জিয়া পরিবারের অনুপস্থিতিতে দেশে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে । যার ধাক্কা এসে লেগেছে প্রবাসেও । তাই তারা দুঃখ ভারাকান্ত মন নিয়ে দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে । দলের চেয়ারপার্সন জেলে থাকায় এবছর প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে উদযাপন করা হয়নি ।

দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে জাপান শাখা বিএনপি তাদের অংগ সংগঠন সমূহ কে নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ।

১৬ সেপ্টেম্বর ২০১৮ রোববার টোকিওর কিতা সিটি অউজি হোকু তোপিয়া হলে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল এ ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা এবং উপদেষ্টা কাজী এনামুল হক ।

আলমগীর হোসেন মিঠুর পরিচালনায় পবিত্র কোরআন তেলোওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন আবুল খায়ের ।

দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন সেলিম আহমেদ , রনি ভুইয়ান ,সাইফুল ইসলাম রিয়েল , মোঃ জসিম , আবু তাহের , কাওসার আহমেদ , জাকির হোসেন মাসুম , মীর রেজাউল করিম রেজা , কাজী এনামুল হক , মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ ।

বক্তারা অবিলম্বে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি , নির্বাচনের পরিবেশ তৈরীর দাবী জানান ।

তারা বলেন , আওয়ামী লীগ সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণ করতেই জিয়াউর রহমান বিএনপি নামক একটি রাজনৈতিক দল সৃষ্টি করেছিলেন। তিনি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ও খালেদা জিয়া স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবং যে লক্ষ্য ও আর্দশ নিয়ে বিএনপি গঠন করা হয় সেক্ষেত্রে শতভাগ সফল বলেই এই দেশের জনগণ সবচেয়ে বেশি সময় বিএনপিকেই রাষ্ট্রপরিচালনার করতে দায়িত্ব দিয়েছিলেন ।

কিন্তু ফখরুদ্দীন, মইনুদ্দীনদের সহযোগিতায় আবার ক্ষমতায় ফিরে এবং ৫ জানুয়ারী ২০১৪ ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতা বনে যাওয়া দলটি হত্যা , গুম , লুটতরাজ করে অতীতে গড়া তাদের নিজেদের রেকর্ড ভেঙ্গে এখন বিশ্ব রেকর্ড গড়েছে । তাই তো হটাত কোটিপতি বনে যাওয়াদের মধ্যে লুটতরাজদের জন্য বাংলাদেশের নাম বিশ্বে এক নাম্বারে চলে এসেছে । আমরা জানতে চাই , এইটা ও গুজব , নাকি উন্নয়নের জোয়ার ?

বক্তারা, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সব দলের অংশ গ্রহন নিশ্চিত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী করে নির্বাচন পরিচালনাকারী নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান ।

তারা আরো বলেন , এই মুহূর্তে ঐক্যের কোন বিকল্প নেই । এই মুহূর্তে আমাদের মা , গনতন্ত্রের মানস কন্যা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি-ই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত । গনতন্ত্রের মা'কে জেলে রেখে গনতন্ত্র প্রহসন ছাড়া আর কিছুই নয় । সরকার এখন খালেদা জিয়ার নামের উপর ভয় পায় ।

দেশ আজ অচলাবস্থা বিরাজ করছে । এই মুহূর্তে শহীদ জিয়াকেই সবচেয়ে বেশী মনে পড়ছে । তাই বাংলাদেশের ১৭ কোটি মানুষ প্রতীক্ষা করছে শহীদ জিয়ার উত্তরসুরী তারেক জিয়ার জন্য । একমাত্র তারেক জিয়া ই কাণ্ডারি হিসেবে নেতৃত্ব দিয়ে দেশ কে বর্তমানের অচলাবস্থা থেকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন, বক্তারা বলেন ।

 


WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]